নৃত্য ও অভিনয়ের এক যুগের অবসান, মধুমতীর প্রয়াণে শোকাহত চলচ্চিত্রজগৎ

October 15, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:০০: বুধবার বলিউডে নেমে এল শোকের ছায়া। বর্ষীয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী মধুমতীর প্রয়াণে স্তব্ধ হয়ে গেল হিন্দি চলচ্চিত্রজগৎ। পঙ্কজ ধীরের মৃত্যুর খবরের রেশ কাটতে না কাটতেই মধুমতীর চলে যাওয়ার সংবাদ আছড়ে পড়ল সিনেদুনিয়ায়। ধর্মেন্দ্র, দিলীপ কুমার, জিতেন্দ্রর মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয় যেমন দর্শকদের মন জয় করেছে, তেমনই নৃত্যশৈলীতে ছিল অনন্যতা। বহু দর্শক তাঁকে হেলেনের সমতুল্য মনে করতেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন মধুমতী। বুধবার সকালে মুম্বইয়ের নিজ বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বিকেলে ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ‘আঁখে’, ‘মুঝে জিনে দো’, ‘টাওয়ার হাউজ’, ‘শিকারি’-র মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় আজও স্মরণীয়। শৈশব থেকেই নাচের প্রতি গভীর অনুরাগ ছিল তাঁর। ভরতনাট্যম, কত্থক, কথাকলি, মণিপুরি- একাধিক ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীতে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।

মধুমতীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বলিউডের বর্তমান প্রজন্মের অনেকেই। তাঁদের অনেকেই তাঁর কাছেই নাচ শিখেছেন। সেই তালিকায় রয়েছেন অক্ষয় কুমারও। এক্স-এ শোকবার্তায় অক্ষয় লিখেছেন, “আমার প্রথম এবং চিরকালের গুরু। আমি নাচ সম্পর্কে যা জানি, আপনার থেকেই শিখেছি মধুমতিজি। আপনার ব্যক্তিত্ব, অভিব্যক্তি চিরকাল মনে রয়ে যাবে। ওম শান্তি”

অভিনেতা বিন্ধু দারা সিংও তাঁর শোকবার্তায় লিখেছেন, “আপনার মতো কিংবদন্তির কাছ থেকে নাচ শিখেছি। আমাদের শিক্ষক এবং পথপ্রদর্শক মধুমতীজি, শান্তিতে ঘুমোন”

মধুমতীর প্রয়াণে বলিউড হারাল এক যুগের প্রতিভাকে, যিনি অভিনয় ও নৃত্যকে একত্রে বেঁধে দর্শকদের উপহার দিয়েছিলেন এক অনন্য শিল্পভাষা। তাঁর অবদান চিরকাল স্মরণীয় থাকবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen