আহমেদাবাদেই হতে চলেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপের ফাইনাল, কবে শুরু টুর্নামেন্ট?
সূত্রের খবর, টুর্নামেন্ট শুরু হতে পারে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি এবং ফাইনাল হতে পারে ৮ মার্চ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১৫: আবারও ব্রাত্য ইডেন গার্ডেন্স এবং ওয়াংখেড়ে! সব ঠিক থাকলে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। ২০২৩ সালের মতোই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামকে ফাইনালের ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে বেছে নিয়েছে আইসিসি (ICC)।
সূত্রের খবর, টুর্নামেন্ট শুরু হতে পারে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি এবং ফাইনাল হতে পারে ৮ মার্চ। এই সময়সীমা সদস্য দেশগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে দলগুলির হাতে প্রস্তুতির জন্য প্রায় পাঁচ মাস সময় থাকবে।
ফরম্যাটও থাকছে ২০২৪ সালের মতো। মোট ২০টি দলকে চার গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার এইটে। টুর্নামেন্ট আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে ম্যাচ হওয়ার পরিকল্পনা রয়েছে। ভারতে ইডেন গার্ডেন্স, ওয়াংখেড়ে ও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম-সহ মোট পাঁচটি স্টেডিয়ামকে রাখা হয়েছে প্রাথমিক তালিকায়।
তবে একটি বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। রাজনৈতিক কারণে পাকিস্তান ভারতের মাটিতে খেলতে রাজি নয়। তাই তাদের সব ম্যাচ আয়োজিত হবে শ্রীলঙ্কায়। সেই কারণে বিকল্প ফাইনাল ভেন্যু হিসেবে কলোম্বোর স্টেডিয়ামকেও প্রস্তুত রাখা হচ্ছে। যদি পাকিস্তান ফাইনালে পৌঁছে যায়, তবে ফাইনালও হবে শ্রীলঙ্কায়।
এরই মধ্যে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও ২০২৬ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি এবং নেদারল্যান্ডস। বাকি পাঁচটি দল নির্ধারিত হবে আফ্রিকার (২) এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের (৩) বাছাইপর্ব থেকে।