প্রথমবারের জন্য বুর্জ খলিফায় ভেসে উঠল বাঙালি অভিনেতার মুখ! কে তিনি?

কেবল বাংলা নয়, এখন যীশু হিন্দি ও দক্ষিণী সিনেমাতে দাপটের সঙ্গে অভিনয় করছেন। তাঁর মুকুটে জুড়ল নয়া পালক বুর্জ খলিফার ঘটনায়।

February 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুবাইয়ের বুর্জ খলিফার আলোয় ভেসে উঠল যীশু সেনগুপ্তর মুখ। প্রথম বাঙালি অভিনেতা হিসেবে যীশুর ছবি দেখা গেল বুর্জ খলিফায়। গোটা বাংলা যা নিয়ে গর্বিত। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ যীশু সেনগুপ্ত। কেবল বাংলা নয়, এখন যীশু হিন্দি ও দক্ষিণী সিনেমাতে দাপটের সঙ্গে অভিনয় করছেন। তাঁর মুকুটে জুড়ল নয়া পালক বুর্জ খলিফার ঘটনায়।

করোনার কাঁটা পেরিয়ে ফিরেছে সেলিব্রেটি ক্রিকেট লিগ। লিগের দশম সিজন আরম্ভ হয়েছে ২ ফেব্রুয়ারি থেকে। উদ্বোধনকে কেন্দ্র করে দুবাইয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুর্জ খলিফায় সিসিএলের প্রোমো প্রদর্শিত হয়। সলমন খান, সোহেল খানদের পাশাপাশি যীশু সেনগুপ্তর মুখও দেখা যায় তাতে। অনুষ্ঠানে যীশু নিজেও হাজির ছিলেন। যীশু সেনগুপ্ত সিসিএলের দল বেঙ্গল টাইগার্সের অধিনায়ক। দুবাইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনু সুদ, সোহেল খান, সুদীপ কিচ্চা, আল্লু অর্জুন প্রমুখ। বুর্জ খলিফায় যীশু সেনগুপ্তকে দেখা যাওয়ায় উচ্ছ্বসিত বাংলা ছবির দর্শকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen