Bihar Election: শেষ হল প্রথম দফার ভোটগ্রহণ, ২০২০-র তুলনায় এবারে ভোটদান বাড়ল প্রায় ৩ শতাংশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৮: বৃহস্পতিবার সরকারি ভাবে শেষ হল বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন। নির্বাচন কমিশনের (Election Commission) দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ। ২০২০ সালের নির্বাচনে এই হার ছিল ৫৭.২৯ শতাংশ। অর্থাৎ গতবারের তুলনায় এবার ভোটদানের হার বেড়েছে প্রায় ৩ শতাংশ। তবে চূড়ান্ত হিসাব আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, কারণ বিকেল ৫টার পরেও বহু বুথের বাইরে ভোটদাতাদের (Voters) দীর্ঘ লাইন চোখে পড়েছে।
প্রথম দফার ভোটে বিহারের একাধিক জেলার ভোটদানের হার উল্লেখযোগ্য। সবচেয়ে বেশি ভোট পড়েছে বেগুসরাইয়ে-৬৭.৩২ শতাংশ। গোপালগঞ্জেও ভোটদানের হার ছিল বেশ উঁচু, ৬৪.৯৬ শতাংশ। দ্বারভাঙায় ভোট পড়েছে ৫৮.৩৮ শতাংশ, বৈশালীতে ৫৯.৪৫ শতাংশ, বাক্সোরে ৫৫.১০ শতাংশ, পাটনায় ৫৫.০২ শতাংশ এবং শেখপুরায় ৫২.৩৬ শতাংশ।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে, এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।