Indian Railway: ট্রেনের রিজার্ভেশন চার্ট প্রকাশের নিয়মে বদল! জারি নয়া নির্দেশিকা

December 18, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২০: বড় সিদ্ধান্ত রেলের! রিজার্ভেশন চার্ট প্রকাশের নিয়ম ফের পাল্টে ফেলল ভারতীয় রেল। দূরপাল্লার মেল, এক্সপ্রেসের প্রথম সংরক্ষণ তালিকা এবার থেকে আরও আগে প্রকাশিত হবে। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে রেল বোর্ড। নির্দেশিকায় বলা হয়েছে, ভোর ৫টা থেকে বেলা ২টোর মধ্যে যে সব ট্রেন ছাড়বে, সেই ট্রেনগুলির রিজার্ভেশন চার্ট আগের দিন রাত ৮টার মধ্যে প্রকাশ করতে হবে। বেলা ২টো থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত যে সব ট্রেন ছাড়বে, সেগুলির সংরক্ষণ তালিকা যাত্রা শুরুর অন্তত ১০ ঘণ্টা আগে প্রকাশ করতে হবে।

রেলের মতে, বেশিক্ষণ আগে সংরক্ষণ তালিকা প্রকাশ করা হলে যাত্রীদের সুবিধা হবে। দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনের টিকিট কনফার্মড না-হলে এক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করতে পর্যাপ্ত সময় পাবেন যাত্রীরা। উল্লেখ্য, এ যাবৎ দ্বিতীয়বার সংরক্ষণ তালিকা প্রকাশের নিয়মে সংশোধন করল রেল বোর্ড।

জুলাই মাসে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, কোনও দূরপাল্লার মেল, এক্সপ্রেস ছাড়ার অন্তত আট ঘণ্টা আগে তার রিজার্ভেশন চার্ট প্রস্তুত করতে হবে। সময় বেঁধে দেওয়া হয়। বলা হয়েছিল, ভোর ৫টা থেকে বেলা ২টো পর্যন্ত যেসব ট্রেন ছাড়বে, সেগুলির ফার্স্ট চার্ট আগের দিন রাত ৯টার মধ্যে প্রকাশ করতে হবে। এবার সময়সীমা আরও এক ঘণ্টা এগিয়ে দিল রেল বোর্ড। পূর্ববর্তী নির্দেশিকায় আরও বলা হয়েছিল, বেলা ২টো থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত যেসব ট্রেন ছাড়বে, তার ফার্স্ট চার্ট অন্তত আট ঘণ্টা আগে তৈরি করতে হবে। এবার সেই সময় আরও দু’ঘণ্টা এগিয়ে আনা হল।

একদা ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে প্রথম সংরক্ষণ তালিকা তৈরি হত। এতে সমস্যায় পড়তেন টিকিট কনফার্ম না-হওয়া যাত্রীরা। রেল যাত্রীদের অভিযোগ ছিল, শেষ মুহূর্তে প্রকাশিত তালিকায় সিট কনফার্মড না-হলে প্রবল সমস্যায় পড়তেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেক্ষেত্রে গন্তব্যে যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা নিতে সমস্যায় পড়েন যাত্রীরা। নয়া নির্দেশিকায় রেল জানিয়েছে, নতুন নিয়মের ফলে শেষ মুহূর্তে যাত্রীদের তাড়াহুড়ো করতে হবে না। তবে ট্রেনের দ্বিতীয় সংরক্ষণ তালিকা বা সেকেন্ড রিজার্ভেশন চার্ট প্রকাশের সময়সীমায় কোনও পরিবর্তন করা হয়নি। পূর্বের নিয়ম মতো সংশ্লিষ্ট ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে দ্বিতীয় তালিকা প্রস্তুত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen