দারিদ্র্যতা, অসাম্য ও রাষ্ট্রের ব্যর্থতা ঢাকতেই ভারত-পাকিস্তানের সরকার যুদ্ধে মেতেছে, মত লেখিকা অরুন্ধতি রায়ের
দারিদ্র্যতা, অসাম্য ও রাষ্ট্রের ব্যর্থতা ঢাকতেই ভারত-পাকিস্তানের সরকার যুদ্ধে মেতেছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে সামরিক অভিযান অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। অন্যদিকে, বিগত দুই সপ্তাহ যাবৎ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ আবহ তৈরি হয়েছে। পরিস্থিতি এমন যেন যেকোনও সময় যুদ্ধ শুরু হতে পারে, মক ড্রিল শুরু করেছে ভারত সরকার। এমন পরিস্থিতিতে লেখিকা তথা ভারতের কৃতী সন্তান অরুন্ধতী রায়ের মতে, নিজেদের ব্যর্থতা ঢাকতে দুই দেশের দুই সরকার যুদ্ধে মেতেছে।
অরুন্ধতী রায়ের বক্তব্য, “যুদ্ধের ময়দানে ভারত-পাকিস্তান নেই, কিন্তু দুই দেশের সরকার যুদ্ধের পরিস্থিতিতে রয়েছে। দুই দেশের ব্যবসায়ীরা, চলচ্চিত্র জগতের মানুষজন এবং নাগরিকেরা কেউই নিজেদের মধ্যে লড়াই করছেন না। এই লড়াই আদপে দুই দেশের শাসক পক্ষের তৈরি করা নাটক। যা ভয় ও ঘৃণা থেকে সৃষ্টি হয়েছে।”
তিনি আরও বলেন, “দারিদ্র্যতা, অসাম্য, সরকারের ব্যর্থতা থেকে আম দেশবাসীর (ভারত ও পাকিস্তান) নজর ঘুরোতে ভারত ও পাকিস্তানের ‘এলিট’ শ্রেণি জাতীয়তাবাদী মানসিকতা এবং কাশ্মীর ইস্যুকে জিইয়ে রাখতে চাইছে।”
অন্যদিকে, অপারেশন সিঁদুরের জবাবে নিয়ন্ত্রণ রেখায় গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। পুঞ্চ সেক্টরে পাকিস্তানের লাগাতার গুলিবর্ষণের জেরে শহিদ হয়েছেন ভারতের ল্যান্স নায়েক দীনেশ কুমার।
শেষ পাওয়া খবর অনুযায়ী, পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে হয়েছে ১৫।
বিস্তারিত আসছে…