নজরুলের সমাধির পাশে ভারতবিদ্বেষী ওসমান হাদির কবর, আশঙ্কায় বিদ্রোহী কবির পরিবার

December 21, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৩০: “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি কি সত্যিই সুরক্ষিত?” এই প্রশ্ন নিয়ে উৎকণ্ঠায় তাঁর পরিবার। ঢাকায় নজরুল ইসলামের সমাধির পাশে কবর দেওয়া হয়েছে মৌলবাদী ও ভারতবিদ্বেষী ওসমান হাদিকে, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। পরিবারের সদস্যরা মনে করছেন, এটি কবির অমর সৃষ্টি ও সাম্যবাদের মর্যাদার প্রতি আঘাত।

আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শিক্ষার্থীদের মধ্যেও অসন্তোষের সঞ্চার হয়েছে। বিশ্ববিদ্যালয় সরকারের সঙ্গে বাংলাদেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের মউ চুক্তি রয়েছে, যা শিক্ষার বিনিময় সহজ করত। তবে বর্তমান পরিস্থিতি জটিল হওয়ায় কেউ প্রকাশ্যে মন্তব্য করতে চাইছেন না।

নজরুলের ভাইপোর মেয়ে সোনালি কাজি বলেন, “বাংলাদেশ কবির প্রিয় দেশ। তিনি সেখানে শান্তি খুঁজেছিলেন। আজ তার সমাধির পাশে জঙ্গি দুষ্কৃতীর কবর দেওয়া হয়েছে, যা কবির সম্মানের জন্য অপমানজনক।” একইভাবে, স্বরূপ কাজী জানান, “জাতীয় কবিকে সাধারণ মানুষের পর্যায়ে নামানো হয়েছে। ভারত সরকার যেন বিষয়টির উপর নজর রাখে।”

সামাজিক মাধ্যমে সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “এটি অত্যন্ত লজ্জার বিষয়।” অন্য একজন মন্তব্য করেছেন, “নজরুল ইসলামের পাশে হাদির কবর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” প্রশ্ন থেকে অনিশ্চয়তা, এবং পরিবারের উদ্বেগ—সব মিলিয়ে নজরুলের স্মৃতির ভবিষ্যৎ নিয়ে এখন বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen