এই বাংলায় দেশের মধ্যে সবচাইতে বেশি প্রজাতির পাখির সন্ধান মিলল

আর পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বেশি প্রজাতির (২০৩) পাখির সন্ধন মিলেছে দার্জিলিং জেলায়।

March 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এ’বছর ফেব্রুয়ারির চারদিন ধরে চলল এই পক্ষীসমীক্ষা। ভারতের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে চালানো হয়েছে সমীক্ষা। তাতে সমগ্র ভারতে মোট ১০৬৮ প্রজাতির পাখির সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই ৪৯৩টি প্রজাতির পাখি পাওয়া গিয়েছে। যা দেশের মধ্যে প্রথম। আর পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বেশি প্রজাতির (২০৩) পাখির সন্ধন মিলেছে দার্জিলিং জেলায়।


পাখিদের বৈচিত্রে পশ্চিমবঙ্গের পরেই রয়েছে উত্তরাখন্ড ও অরুণাচল প্রদেশ। এই দুই রাজ্যে যথাক্রমে ৪২৭ ও ৪০৭ প্রজাতির পাখির সন্ধান পাওয়া গেছে। এরপর রয়েছে যথাক্রমে অসম (৩৯৭), কর্ণাটক (৩৭৩), গুজরাট (৩৬২)।
পক্ষী বৈচিত্রে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। কলম্বিয়া ও ইকুয়েডরের পরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen