কলকাতা পুরসভা এবার নার্সিং ট্রেনিং এবং প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু করছে

আলিপুর-চেতলা অঞ্চলের সব্জিবাগানে পুরসভার একটি পাঁচতলা ভবনে এই দু’টি স্কুল চালু হবে। আপাতত নার্সিং ট্রেনিং স্কুল শুরু হবে।

March 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা পুরসভা নার্সিং ট্রেনিং এবং প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু করতে চলেছে। পুরসভার স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, মূলত শহরের দরিদ্র মেধাবী পড়ুয়াদের জন্য এই ধরনের ট্রেনিং স্কুল খুলতে আগ্রহী মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার এমন উদ্যোগ এই প্রথম।

আলিপুর-চেতলা অঞ্চলের সব্জিবাগানে পুরসভার একটি পাঁচতলা ভবনে এই দু’টি স্কুল চালু হবে। আপাতত নার্সিং ট্রেনিং স্কুল শুরু হবে। পরে শুরু করা হবে প্যারা-মেডিকেল কোর্স। কলকাতা পুর কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। সব্জিবাগানে পুরসভার একটি পাঁচতলা ভবন পড়েছিল। সেখানেই ২০ হাজার বর্গফুট জায়গাজুড়ে পিপিপি মডেলে শুরু হবে নার্সিং ট্রেনিং স্কুল। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেটি পরিচালনার দায়িত্ব পেয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল। তারাই সেখানে নার্সিং ট্রেনিং করাবে। ৬০টি আসন বিশিষ্ট এই নার্সিং স্কুলের ৩৩ শতাংশ আসন পুরসভার তরফে পাঠানো শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।

স্বাস্থ্যবিভাগের এক কর্তা বলেন, ‘জয়েন্ট দিয়েই এখানে ভর্তি হতে হবে। যে ৩৩ শতাংশ আসন পুরসভার জন্য বরাদ্দ থাকবে, সেখানে শহরের গরিব পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে নার্সিং ট্রেনিংয়ের সুযোগ পাবেন। শুধুমাত্র যাঁরা সেখানে থেকে পড়াশোনা করবেন, তাঁদের হস্টেল ও খাওয়াদাওয়ার খরচ বহন করতে হবে। বাকি আসনেও ওই বেসরকারি সংস্থা নিজেদের ইচ্ছেমতো ফি নিতে পারবে না। ফি যাতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকে, তাও নিশ্চিত করবে পুরসভা। তেমনই চুক্তি হয়েছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen