দেশের প্রায় অর্ধেক এলাকার জন্য কেরোসিনের বরাদ্দ বন্ধ করে দিয়েছে মোদী সরকার

দেশে মোট ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি।

January 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
দেশের প্রায় অর্ধেক এলাকার জন্য কেরোসিনের বরাদ্দ বন্ধ করে দিয়েছে মোদী সরকার

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দেশে মোট ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি। কোনও কেন্দ্রশাসিত অঞ্চল এখন রেশনের কেরোসিন পায় না। যেসব রাজ্যকে এখনও কেরোসিন দেওয়া হচ্ছে, তাদের বরাদ্দ প্রচুর কমিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বরাদ্দ আগের তুলনায় অর্ধেক করে দেওয়া হয়েছিল গতবছরের শেষদিকে। এবছরও অব্যাহত রয়েছে তা। জানুয়ারি-মার্চ, এই তিনমাসের জন্য পশ্চিমবঙ্গের জন্য পেট্রলিয়াম মন্ত্রক ৫৮,৯৬৮ কিলোলিটার কেরোসিন বরাদ্দ করেছে। এটা আগে ছিল ১ লক্ষ ৭৬ হাজার কিলোলিটার। যদিও এখন গোটা দেশের জন্য মোট বরাদ্দের প্রায় দুই-তৃতীয়াংশ পাচ্ছে পশ্চিমবঙ্গ। সব রাজ্য মিলিয়ে জানুয়ারি-মার্চের বরাদ্দ ৮৫,৮৮৪ কিলোলিটার। পশ্চিমবঙ্গের পর সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে বিহার—৬৩৮৪ কিলোলিটার।

পশ্চিমবঙ্গকে এত কেরোসিন কেন্দ্র বস্তুত বাধ্য হয়েই দেয়। এক মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের সর্বশেষ নির্দেশ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পেট্রোলিয়াম মন্ত্রককে বাংলার জন্য কেরোসিন বরাদ্দ করতে হবে। যতদিন না কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বরাদ্দ নিয়ে নির্দিষ্ট নীতি তৈরি করবে ততদিনই এটা চলবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেছে। এই পরিস্থিতিতে বাংলার বরাদ্দ কমানো হলেও অন্য রাজ্যগুলির চেয়ে তা বেশি রাখতে বাধ্য হয়েছে কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen