মোহনবাগানে মোলিনা যুগের অবসান, নতুন কোচের দায়িত্বে কে?

November 26, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: মোহনবাগানে শেষ হল মোলিনা অধ্যায়। বুধবার ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, স্প্যানিশ কোচকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব থেকে। তাঁর কোচিংয়ে সম্প্রতি আইএফএ শিল্ড (IFA Shield) জিতেছিল সবুজ-মেরুন ব্রিগেড। এর আগে আইএসএল কাপ ও আইএসএল শিল্ডও এসেছে মোলিনার হাত ধরে। তবে আইএসএল নিয়ে অনিশ্চয়তার আবহে তাঁকে বিদায় জানাল ক্লাব ম্যানেজমেন্ট।

ক্লাবের সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, “হোসে মোলিনার সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়েছে, দুপক্ষের সম্মতিতেই। আগামী দিনের জন্য তাঁকে শুভেচ্ছা।” সুপার কাপ থেকে আগেই বিদায় নেওয়ার পর গত কয়েকদিন ধরে দলের অনুশীলন বন্ধ ছিল। এই পরিস্থিতিতেই সাফল্য এনে দেওয়া কোচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

মোলিনাকে বিদায় জানানোর মাত্র কয়েক মিনিটের মধ্যেই মোহনবাগানের (Mohun Bagan) নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয় সের্জিও লোবেরার (Sergio Lobera) নাম। বুধবার বিকেলেই ওড়িশা এফসি ছাড়েন তিনি। ওড়িশার পক্ষ থেকে জানানো হয়, “ওড়িশা এফসি এবং হেডকোচ সের্জিও লোবেরার সম্পর্ক শেষ হয়েছে। পারস্পরিক সম্মতিতেই এই সিদ্ধান্ত। তাঁর অবদানের জন্য ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা।”

২০২৩ সালের মে মাসে ওড়িশা এফসিতে যোগ দেন এই স্প্যানিশ কোচ। তাঁর নেতৃত্বে ২০২৪ সালের সুপার কাপের ফাইনালে পৌঁছেছিল দল, যদিও শেষ লড়াইয়ে ইস্টবেঙ্গলের কাছে হেরে যায়। ২০২৩-২৪ মরশুমে আইএসএলে চতুর্থ স্থানে শেষ করে ওড়িশা।

 

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen