আতঙ্কের নাম ডিজিটাল অ্যারেস্ট! প্রতারণার নয়া ফাঁদে দেশজুড়ে লুট হল কত টাকা?

ভয় ধরাচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। আতঙ্কে আঁতকে উঠছেন মানুষজন।

November 4, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: ইকোনোমিক টাইমস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভয় ধরাচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। আতঙ্কে আঁতকে উঠছেন মানুষজন। ইডি, সিবিআই, এনসিবি বা অন্য কোনও কেদ্রীয় এজেন্সির নাম করে ফোন আসছে। ভয় আত্মসমর্পণ করলেই উধাও হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। প্রতারণার নয়া ফাঁদে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম করে মাত্র দশ মাসে দেশ থেকে ২ হাজার ১৪০ কোটি টাকা হাতিয়েছে সাইবার জালিয়াতরা। স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত সাইবার শাখার রিপোর্ট চিন্তা বাড়িয়েছে।

সাইবার অপরাধ মোকাবিলায় ভারত সরকার ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল চালু করেছে। এ ধরনের ঘটনার শিকার হলে আক্রান্ত যাতে দ্রুত টাকা ফেরত পান এবং অপরাধীদের শিকড় পর্যন্ত পৌঁছনো যায়, সেই লক্ষ্যে এমন পোর্টাল খোলা হয়েছে। কোন কোন রাজ্যে সাইবার অপরাধীরা বেশি সক্রিয় তা বিশ্লেষণ করেছেন সাইবার শাখার কর্তারা। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুজরাত, রাজস্থানের মতো রাজ্যগুলিতে সবচেয়ে বেশি ফোন যাচ্ছে। পোর্টালে জমা পড়া অভিযোগ থেকে তা স্পষ্ট। টাকা দেওয়ার পরও সমস্যা না মেটায় অভিযোগ জানাচ্ছে আম জনতা। স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখার তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দশ মাসে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়েছেন প্রায় এক লক্ষ। অনেকেই প্রতারকদের হাতে সর্বস্বান্ত হয়েছেন। টাকা না দিলে ভয়ঙ্কর পরিণতি হবে—একথা শুনেই ভয়ে প্রতারকদের কাছে অ্যাকাউন্ট তুলে দিয়েছেন তাঁরা। প্রতি মাসে গড়ে ২১৪ কোটি টাকা হাতিয়েছেন অভিযুক্ত সাইবার জালিয়াতরা।

জানা যাচ্ছে, ডিজিটাল অ্যারেস্টের নাম করে ফোনগুলি করা হচ্ছে বেআইনি কলসেন্টার থেকে। বেশিরভাগই এশিয়ার কোনও না কোনও দেশ থেকে। মূলত থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, মায়ানমার ও ভিয়েতনামে খোলা হয়েছে কলসেন্টারগুলি। ভারতে ফোন করার জন্য ব্যবহার করা হচ্ছে দেশের সিম। সিবিআই, ইডি, এনসিবি বা দিল্লি ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক সেজে বসা অভিযুক্তদের অনেকেই ভারতীয়। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিদেশের নাগরিকরাও। প্রথমে টাকা জমা পড়ছে জালিয়াতদের ভারতীয় অ্যাকাউন্টে। তারপর তা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। তারপর প্রায় পুরো টাকা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করে দিচ্ছে জালিয়াতরা। সমস্ত রাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ গিয়েছে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে। ইতিমধ্যেই বিদেশে চলা কলসেন্টারগুলিকে চিহ্নিত করা হয়েছে বলে খবর মিলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen