রোগের নাম ‘বাংলাভীতি’! BJP-র জন্য প্রেসক্রিপশনে কী দাওয়াইয়ের নিদান তৃণমূলের?

দিল্লি পুলিশের ‘বাংলা বাংলাদেশি ভাষা’ বিতর্কে ক্ষোভে ফুঁসছে গোটা পশ্চিমবঙ্গ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল।

August 7, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৫: বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার ঘটনা সামনে আসছে। কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দিয়েছে। সেই তকমার যথার্থতা প্রমাণে নেমে পড়েছেন বিজেপি নেতারাও। দিল্লি পুলিশের ‘বাংলা বাংলাদেশি ভাষা’ বিতর্কে ক্ষোভে ফুঁসছে গোটা পশ্চিমবঙ্গ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। এবার বিজেপির জন্য প্রেসক্রিপশনের ব্যবস্থা করল তৃণমূল।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একটি প্রেসক্রিপশন তৈরি করে সামাজ মাধ্যমে ছেড়ে দিয়েছে। প্রেসক্রিপশনে রোগীর নাম ‘বিজেপি’ আর ডাক্তার ‘বাংলার মানুষ’। রোগের নাম দেওয়া হয়েছে ‘বাংলাভীতি’। রোগের উপসর্গের কথাও জানানো হয়েছে। সেগুলো হল —
১) বাংলার ন্যায্য অর্থ আটকে রাখা।
২) বাংলার সংস্কৃতির উপর বারবার আঘাত।
৩) বাঙালিদের অবৈধভাবে গ্রেফতার ও নির্বাসন।
৪) এনআরসি নোটিশ পাঠানো।
৫) বাঙালি-প্রধান এলাকায় জল-বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া।
৬) বাংলাকে ‘বাংলাদেশি ভাষা বলা’।
৭) বলা যে ‘বাংলা বলে কোনো ভাষা নেই’।
দাওয়াই একটাই — ‘আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির লজ্জাজনক হার’।

অন্যদিকে, সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই বিজেপির রাজ্য দপ্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘সহজ পাঠ প্রথম ভাগ’, ‘সহজ পাঠ দ্বিতীয় ভাগ’ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ‘বর্ণ পরিচয়’ ক্যুরিয়র করে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen