ভরসা নেই বঙ্গ বিজেপিতে? ২১-এর ভোট করতে দিল্লী -নাগপুরের অবাঙালি নেতারা?

লক্ষ্যণীয় বিষয় হলো ত্রিপুরার ভোটে বিজেপিকে জিতিয়ে আনা ‘মিরাকেল ম্যান’ (Miracle Man) সুনীল দেওধরকে শুভেন্দু অধিকারীর এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে।

November 17, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যের (BJP Bengal) নেতাদের উপর ভরসা নেই। ঘর আলো করে পরিষারী নেতাদের কেন্দ্রীয় পদ দেওয়ার পরেও রাজ্যের সংগঠনের ভরসাও সেই আরএসএসের (RSS) ওপরেই। একুশের ভোটকে সামনে রেখে রাজ্যে বিজেপির ৫টি জোনের দায়িত্ব দেওয়া হলো দিল্লি-নাগপুরের অবাঙালি আরএসএস নেতাদের হাতে। লক্ষ্যণীয় বিষয় হলো ত্রিপুরার ভোটে বিজেপিকে জিতিয়ে আনা ‘মিরাকেল ম্যান’ (Miracle Man) সুনীল দেওধরকে শুভেন্দু অধিকারীর এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে।

হেস্টিংসের বৈঠকে রাজ্য নেতৃত্ব ও দলের আইটি সেলের অমিত মালব্যের (Amit Malivya) উপস্থিতিতে বৈঠক হয়। দীর্ঘ বৈঠক। বৈঠকে সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো নির্বাচনী দায়িত্বের রাশ রাজ্য নেতৃত্বের হাত থেকে নিয়ে কেন্দ্রীয় নেতাদের পছন্দের লোকেদের হাতে তুলে দেওয়া। তবে পাঁচটি জোনের নেতাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। কাল থেকে টানা তিন দিন ১৮-২০ নভেম্বর, এই পাঁচটি জোনের (5 Zones) নেতাদের নিয়ে বৈঠক করবেন দায়িত্বপ্রাপ্তিরা।

একনজরে দেখা যাক কাকে কোন অঞ্চলের দায়িত্ব দেওয়া হলো?

  • কলকাতার দায়িত্বে দুষ্মন্ত গৌতম
  • হুগলি-মেদিনীপুরের দায়িত্বে সুনীল দেওধর
  • নবদ্বীপের দায়িত্বে বিনোদ তাওড়ে
  • রাঢবঙ্গের দায়িত্বে বিনোদ সোনকার
  • উত্তরবঙ্গের দায়িত্বে হরিশ দ্বিবেদী
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen