বাড়ছে Metro সংখ্যা, কোন রুটে?
পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড (Esplanade) অংশের সুড়ঙ্গ টিবিএম (TBM) পদ্ধতিতে নয়, কাটা হবে পুরনো ‘কাট অ্যান্ড কভার’ পদ্ধতিতে

কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর! জোকা-মাঝেরহাট (Joka – Majherhat) রুটে বাড়ছে মেট্রো ট্রেনের সংখ্যা। পাশাপাশি মেট্রো রেকের পরিষেবার সময়সীমাও বাড়ানো হচ্ছে।
নতুন পরিষেবা:
আগামী সোমবার (১৪ জুলাই) থেকে জোকা-মাঝেরহাট রুটে মোট ৭২টি মেট্রো ট্রেন চলবে।
আপ এবং ডাউন লাইনে ৩৬টি করে ট্রেন চলবে।
এতদিন এই সংখ্যা ছিল ৩১টি করে (মোট ৬২টি ট্রেন)।
সময়সূচী:
মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭:৫৭ মিনিটে
জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮ টায়।
আগে শেষ মেট্রো ছিল রাত ৮:০০টায়,
এখন থেকে রাত ৮:১৫ মিনিটে শেষ মেট্রো ছাড়বে উভয় দিকেই।
এই পরিষেবা বৃদ্ধির ফলে জোকা-মাঝেরহাট রুটের যাত্রীরা উপকৃত হবেন। পাশাপাশি, কলকাতা মেট্রোর পার্পল লাইনের পরবর্তী অংশের নির্মাণ কাজেও অগ্রগতি হচ্ছে, যা শহরের যোগাযোগ ব্যবস্থায় বেশ বড়সড় পরিবর্তন আনবে।
লাইন নির্মাণের অগ্রগতি:
অবশেষে, খিদিরপুর (Khidirpur station) স্টেশন নিয়ে জটিলতা কাটিয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। সুড়ঙ্গ নির্মাণও শিগগিরই শুরু হবে। মোমিনপুরের পর থেকে লাইন যাবে মাটির তলা দিয়ে।খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত তৈরি হবে এই ১.৭ কিমি দীর্ঘ সুড়ঙ্গ, এরপর ভিক্টোরিয়া (Victoria) থেকে পার্ক স্ট্রিট (Park Street)পর্যন্ত ৯৫০ মিটার সুড়ঙ্গ হবে।
পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড (Esplanade) অংশের সুড়ঙ্গ টিবিএম (TBM) পদ্ধতিতে নয়, কাটা হবে পুরনো ‘কাট অ্যান্ড কভার’ পদ্ধতিতে