দেশে বাড়ছে স্কুলছুটের সংখ্যা! শীর্ষে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ

বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র বৃহৎ পরিকাঠামো প্রকল্প ও ধর্মীয় বিষয়কেন্দ্রিক দিকে নজর দেয় যে’সব রাজ্যগুলো প্রাথমিক স্তরে শিক্ষা তাদের অগ্রাধিকারের তালিকায় থাকে না।

December 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে স্কুলছুটের সংখ্যা বাড়ছে। স্কুলছুটের নিরিখে দেশের মধ্যে শীর্ষে বিজেপি শাসিত যোগীর উত্তরপ্রদেশ। সোমবার লোকসভায় এ তথ্য মিলেছে। জানা গিয়েছে, সারা দেশে ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম আট মাসে ১১.৭০ লক্ষেরও বেশি শিশু স্কুলছুট হিসাবে চিহ্নিত হয়েছে। যার মধ্যে শীর্ষে উত্তরপ্রদেশ। সংসদে লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরি বলেছেন, স্কুলছুট শিশুর সংখ্যা সর্বাধিক উত্তরপ্রদেশে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র বৃহৎ পরিকাঠামো প্রকল্প ও ধর্মীয় বিষয়কেন্দ্রিক দিকে নজর দেয় যে’সব রাজ্যগুলো প্রাথমিক স্তরে শিক্ষা তাদের অগ্রাধিকারের তালিকায় থাকে না।

শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের পোর্টালের তথ্য বলছে, সারা দেশে ১১.৭০ লক্ষেরও বেশি শিশু স্কুলের বাইরে অর্থাৎ শিক্ষার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। তথ্য বলছে, স্কুল-বহির্ভূত শিশুদের সর্বাধিক সংখ্যা উত্তরপ্রদেশে। সংখ্যাটি হল ৭.৮৪ লক্ষ। দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে স্কুল ছুটের সংখ্যা ৬৫,০০০-এর বেশি। অসমে ৬৩,০০০-র বেশি৷ সরকারি তথ্য অনুযায়ী, স্কুলছুট শিশুদের পুনরায় স্কুলে ফেরাতে উত্তরপ্রদেশের মাত্র ৩৫ শতাংশ শিশু নাম নথিভুক্ত করেছে। গেরুয়া শাসিত রাজ্যগুলিতে এই প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। দেশের মোট স্কুলছুট শিশুর ৬০ শতাংশই উত্তরপ্রদেশের।

শীর্ষ তিন রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশে প্রায় ৮ লক্ষ শিশু স্কুলছুট হওয়ার পরিসংখ্যান শুধু আতঙ্কজনক নয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থার গভীর সংকট ইঙ্গিত করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen