বেহালা পূর্ব ও পশ্চিমে ব্যবধান কমল তৃণমূলের, কারণ অনুসন্ধানে দলীয় নেতৃত্ব
তৃণমূল সূত্রে খবর, গত লোকসভায়ও ভোটদানের হার প্রায় একই ছিল। সেবার এই বিধানসভা থেকে প্রায় ১৭ হাজার ভোটে এগিয়েছিলেন মালা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে মোট ২ লক্ষ ১৫ হাজার ১৩৭টি ভোট পড়েছে। ইভিএমে ঘাসফুল চিহ্নে বোতাম টিপেছেন ৯৭ হজার ১২৫ জন। অর্থাৎ, তৃণমূল কংগ্রেস ৪৫ শতাংশ ভোট পেয়েছে। বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর থেকে মালা এগিয়ে রয়েছেন ১৫ হাজার ২২৬ ভোটে। তৃণমূল সূত্রে খবর, গত লোকসভায়ও ভোটদানের হার প্রায় একই ছিল। সেবার এই বিধানসভা থেকে প্রায় ১৭ হাজার ভোটে এগিয়েছিলেন মালা।
অন্যদিকে, একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভায় মোট ভোটের প্রায় ৫০ শতাংশই তৃণমূলের দখলে গিয়েছিল। সেবার ৩৭ হাজারেরও বেশি ভোটে বিজেপিকে হারায় তৃণমূল। অর্থাৎ, গত বিধানসভার চেয়ে চব্বিশের লোকসভায় বেহালা পূর্ব কেন্দ্রে প্রায় ৫ শতাংশ ভোট কমেছে ঘাসফুল শিবিরের।
ব্যবধান কমার কারণ কী? তা নিয়েই এখন তৃণমূলের স্থানীয় নেতা-নেত্রীদের মধ্যে চর্চা তুঙ্গে। তৃণমূল সূত্রের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগই বেহালাবাসীর মধ্যে প্রভাব ফেলেছে। তার জেরে একাধিক কলোনি ও উদ্বাস্তু অঞ্চলে বহু ভোট তৃণমূলের বিপক্ষে গিয়েছে। ওই সব এলাকায় আগামী দিনে বাড়তি নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব।