ইথানল মেশানো পেট্রলেরও কমছে না দাম: হতাশ আমজনতা, কারা হচ্ছেন লাভবান?
পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর পরও কেন সাধারণ মানুষের জ্বালানি খরচ কমছে না, সেই প্রশ্ন তুলল বিরোধীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর পরও কেন সাধারণ মানুষের জ্বালানি খরচ কমছে না, সেই প্রশ্ন তুলল বিরোধীরা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা অভিযোগ করেন, ইথানল প্রকল্পে লাভবান হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারির দুই পুত্র, অথচ কৃষক কিংবা আম জনতা কোনও বাস্তব সুবিধা পাচ্ছেন না।
কংগ্রেসের দাবি, ইথানল মেশানো পেট্রল গাড়ির ইঞ্জিনের ক্ষতি করছে এবং মাইলেজ কমিয়ে দিচ্ছে। খেরা স্মরণ করিয়ে দেন, ২০১৪ সালের জুনে মোদী বলেছিলেন পেট্রলে ইথানল মেশালে দাম নেমে আসবে প্রতি লিটার ৫৫ টাকায়। কিন্তু আজও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। ২০১৮ সালে নীতিন গাদকারি ঘোষণা করেছিলেন, পাঁচটি সরকারি ইথানল শোধনাগার তৈরি হবে। খেরার বক্তব্য, সেগুলিও বাস্তবায়িত হয়নি।
অভিযোগ আরও, আখ ও সবজি থেকে তৈরি ইথানলের কোনও অতিরিক্ত লাভ কৃষকরা পাননি। বরং গাদকারির দুই ছেলের ব্যবসাই বেড়ে উঠেছে। খেরার দাবি, এক বছর আগে ওই ব্যবসার আয় ছিল ১৮ কোটি টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫২৩ কোটিতে। তিনি প্রশ্ন তোলেন, “পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর ফলে দেশের কী উপকার হল, প্রধানমন্ত্রী পরিসংখ্যান দিয়ে জানান।”
কংগ্রেস মুখপাত্র আরও বলেন, গাদকারি দাবি করেছিলেন পুরসভার বর্জ্য থেকে ইথানল উৎপাদন হবে, অথচ এক লিটারও হয়নি। বরং আখ থেকে ইতিমধ্যেই ৬৭২ কোটি লিটার ইথানল তৈরি হয়েছে, যেখানে এক লিটার ইথানল উৎপাদনে লাগে তিন হাজার লিটার জল। এর ফলে কৃষি সম্পদ ও জলের অপচয়ের অভিযোগও তুলেছে কংগ্রেস।