দেশে কর্পোরেট ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির হার কমে দেড় শতাংশ

দেশে কর্পোরেট ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি বড় ধাক্কা খেয়েছে বলে ব্যাঙ্ক অব বরোদার সাম্প্রতিকতম রিপোর্টে উঠে এসেছে।

August 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
২০২৩-২৪ অর্থবর্ষে এই ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ৫.৭ শতাংশ।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দেশে কর্পোরেট ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি বড় ধাক্কা খেয়েছে বলে ব্যাঙ্ক অব বরোদার সাম্প্রতিকতম রিপোর্টে উঠে এসেছে। যেখানে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে এই ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ৫.৭ শতাংশ। ২০২৪-২৫-এ তা কমে দাঁড়িয়েছে মাত্র দেড় শতাংশ।

নিজের এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি প্রতিবেদন পোস্ট করে কেন্দ্রের শাসক দলকে তীব্র আক্রমণ করেন জয়রাম রমেশ। তিনি লিখেছেন, ‘অর্থনৈতিক ক্ষেত্রে মোদী সরকারের ব্যর্থতার এটি আরও একটি নিদর্শন। ২০২২-২৩ সালে দেশে ২.৪৩ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন। ৩৭৫ কোম্পানিতে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে।’

এই তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক। লিখেছেন, ‘স্বঘোষিত নন-বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী প্রতি বছর দুই কোটি চাকরি দেওয়ার ফাঁপা গালকল্প শুনিয়েছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতি হল দেশ এক নজিরবিহীন বেকারত্ব সঙ্কটে ভুগছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen