বাংলা কি সত্যিই বোমার কারখানা? কেন্দ্রের কাছে জানতে চাইলেন আরটিআই কর্মী

অমিত শাহ একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েও কি করে একটি রাজ্যের বিরূদ্ধে এতো বড় অভিযোগ করতে পারেন! এটা শুধুই কি রাজনৈতিক প্রোপাগান্ডা?

October 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে ফের একবার সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শনিবার একটি সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

বাংলাকে অত্যন্ত জঘন্য আক্রমন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে নাকি প্রতি জেলায় বোম তৈরির কারখানা আছে। এখানেই না থেমে তিনি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির পক্ষেও সওয়াল করেন।

এরপরই জনৈক আরটিআই কর্মী সাকেত গোখলে টুইটে জানান, তিনি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আরটিআই দাখিল করেছেন। তিনি জানতে চেয়েছেন অমিত শাহের দাবি সত্যি কিনা। সত্যি হলে জেলাওয়ারি তালিকা মন্ত্রকের কাছে আছে কিনা।

ওনার বক্তব্য, অমিত শাহ একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েও কি করে একটি রাজ্যের বিরূদ্ধে এতো বড় অভিযোগ করতে পারেন! এটা শুধুই কি রাজনৈতিক প্রোপাগান্ডা?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen