শেষের পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, কী করলেন ট্রাম্প?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২০: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) কি শেষ হতে চলেছে? জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) গোপনে একটি শান্তিচুক্তি অনুমোদন করেছেন। চুক্তি কার্যকর হলে, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের অবসান হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, সম্প্রতি ট্রাম্প অত্যন্ত গোপনে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২৮ দফা একটি শান্তিচুক্তি অনুমোদন করেছেন। আশা করা হচ্ছে, প্রায় সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের যবনিকা পতন হবে।
প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উদ্ধৃত করে নানা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অত্যন্ত গোপনে শান্তিচুক্তির অনুমোদন হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার শীর্ষ প্রশাসনিক আধারিকারিকেরা ও ট্রাম্পের প্রশাসনের শীর্ষ আধিকারিকরা যৌথভাবে ২৮ দফা চুক্তি সম্পন্ন করেছেন। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার ভিত্তিতে দুদেশ এই চুক্তির ব্যাপারে সহমত হয়েছে। খুব সাবধানে ও ধীরে ধীরে এই চুক্তিটি গড়ে উঠেছে।
জানা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা শান্তিচুক্তি থেকে এই নতুন চুক্তির রূপরেখা তৈরি হয়েছে। যদিও কোনও মার্কিন কর্তাব্যক্তি এই চুক্তি নিয়ে মুখ খুলতে রাজি হননি। সকলেই জানিয়েছেন, প্রাথমিক স্তরে আলোচনা হচ্ছে। একটি সূত্রের দাবি, চুক্তির খসড়া এখনও ইউক্রেনের নেতাদের কাছে পৌঁছয়নি। ইউক্রেনে মার্কিন সেনা প্রতিনিধিদল গিয়েছে। বুধবার সকালে মার্কিন প্রতিনিধিদল ইউক্রেনের কিয়েভে পৌঁছেছে। শান্তিচুক্তি যদি চূড়ান্ত হয় তবে যুদ্ধের সমাপ্তি হবে।