বিজ্ঞপ্তি জারি করে ‘যোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশের কথা জানাল স্কুল শিক্ষাদপ্তর

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর এসএসসি জানাল, তাদের তরফে তৈরি করা তালিকা বুধবারের মধ্যে পাঠানো হবে স্কুল শিক্ষা দপ্তরে।

April 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘যোগ্য’ শিক্ষকরা যোগ দেবেন কাজে। যথা নিয়মে মিলবে বেতনও। বিজ্ঞপ্তি জারি করে তালিকা প্রকাশের কথা জানাল স্কুল শিক্ষাদপ্তর। ইতিমধ্যেই সেই তালিকা জেলায়-জেলায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর এসএসসি জানাল, তাদের তরফে তৈরি করা তালিকা বুধবারের মধ্যে পাঠানো হবে স্কুল শিক্ষা দপ্তরে। তবে সেই তালিকা তিনটি ফেজ়-এ (পর্যায়ে) পাঠানো হবে। এসএসসি-র এক কর্তার কথায়, ‘‘একেবারে নিষ্কলঙ্ক বা বৈধ শিক্ষক যাঁরা, যাঁদের পরীক্ষা-সহ কোনও প্রক্রিয়াতেই কোনও সমস্যা নেই, তাঁদের নামের তালিকা তৈরি হবে।’’

স্কুল শিক্ষা কমিশনারের তরফ থেকে চিঠি গেছে ডিস্ট্রিক্ট ইনস্পেক্টরদের (ডিআই) কাছে চিঠি। সেই চিঠিতে বলা হয়েছে ‘যোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশ করবেন ডিআইরা।চিঠিতে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী যাঁরা যোগ্য, তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। জানা যাচ্ছে, যাঁরা অযোগ্য বলে চিহ্নিত নন, তাঁদের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা কমিশনার।

এসএসসির ২০১৬ সালের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ নিয়ে গত ৩ এপ্রিল আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত পরিষ্কারভাবে জানিয়েছে, যোগ্য ও অযোগ্য বাছাই না করার জেরেই পুরো প্যানেল বাতিল করা হল।

পরে অবশ্য আদালত জানিয়েছে, যোগ্যরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। ওই সময়ের মধ্যে রাজ্যকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সূত্রের খবর, রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের পাঠানো চিঠিতে আদালতের ওই নির্দেশ যথাযথ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen