এবছরের পুজোয় মুক্তি পাবে ‘রক্তবীজ’-এর সিকুয়েল, আবির-মিমির পাশাপাশি থাকছেন আরেক টলি সুন্দরী, জানেন কে তিনি?

তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবছরের পুজোয় মুক্তি পাবে ছবিটির সিকুয়েল। গত মাসেই প্রকাশ্যে এসেছিল মোশন পোস্টার। এখন থেকেই ছবিটি ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে।

February 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবছরের পুজোয় মুক্তি পাবে ছবিটির সিকুয়েল। গত মাসেই প্রকাশ্যে এসেছিল মোশন পোস্টার। এখন থেকেই ছবিটি ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে।

জানা যাচ্ছে ছবিতে আবির-মিমির পাশাপাশি থাকতে চলেছেন নুসরতও। তেমনই গুঞ্জন টলিপাড়ায়। কেবল নুসরতই নন, ছবিটিতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ ও কৌশানিকেও। তবে নুসরত ঠিক কী চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে নির্মাতারা মুখ খুলতে নারাজ।

২০২৫-এ তিনটি ছবি আনতে চলেছে শিবু-নন্দিতার প্রযোজনা সংস্থা। ছবিগুলি হল,‘আমার বস’, ‘রক্তবীজ-২’, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল। তিনটি ছবিতেই রয়েছে নজরকাড়া কাস্টিং। তবে রক্তবীজ ২ এ নুসরতের চরিত্র নিয়ে রহস্য কীভাবে উন্মোচিত হয়, এখন সেটাই দেখার।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুলপ্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার ‘হিট মেশিন’ পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকে। প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল।

এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন, সেটা এখনও অধরা। গত মাসে মুক্তি পেয়েছিল ছবির মোশন পোস্টার। দশ সেকেন্ডের ঝলকে দেখা যায় রুক্ষ জমির ওপর একফোঁটা রক্ত থেকেই চারদিকে ছড়িয়ে পড়ছে রক্তবীজ। ক্রমে সেখানেই ফুটে উঠছে ‘রক্তবীজ ২’ ছবির নাম। গুঞ্জন রয়েছে ছবিতে নাকি সোহম চক্রবর্তীকেও দেখা যেতে পারে। সব মিলিয়ে ছবি ঘিরে গুঞ্জন ক্রমেই বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen