‘শ্রমশ্রী’ অ্যাপ চালু হতেই ব্যাপক সাড়া, কত আবেদন জমা পড়ল দু’দিনে?

বিজেপি শাসিত ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন বাংলার শ্রমিকরা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকাকে অস্ত্র করে রাজ্যে রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার চলছে।

August 28, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৮: বিজেপি শাসিত ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন বাংলার শ্রমিকরা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকাকে অস্ত্র করে রাজ্যে রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার চলছে। ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা দিতে ‘শ্রমশ্রী’ প্রকল্প ঘোষণা করেছে রাজ্য। তাতেই মিলছে ব্যাপক সাড়া।

চলতি সপ্তাহে সোমবার বিকেল থেকে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ মোবাইল অ্যাপ। এই অ্যাপ ফোনে ডাউনলোড করে আবেদন জানাতে শুরুও করে দিয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। জানা গিয়েছে, অ্যাপ চালু হতেই প্রথম দু’দিনে তিন হাজারের বেশি আবেদন জমা পড়েছে শুধু অ্যাপের মাধ্যমে। সোমবার সকালে এই প্রকল্প নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠক হয় নবান্নে। সূত্রের খবর, দ্রুত আবেদনপত্র যাচাই করে প্রকল্পের সুবিধা নিশ্চিত করা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অ্যাপ ছাড়াও ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে ‘দুয়ারে সরকার’ ডেস্কে গিয়ে প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন পরিযায়ী শ্রমিকরা। নাম তোলার জন্য তোড়জোড় শুরু হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে ফিরে আসার পর পরিযায়ী শ্রমিকেরা এক বছর এই প্রকল্পের অধীনে মাসে পাঁচ হাজার টাকা করে সাহায্য পাবেন। ফিরে আসার সময় এককালীন আর্থিক সহায়তা হিসেবে ৫,০০০ টাকা দেবে রাজ্য। ছেলে-মেয়েদের স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে একাধিক সুবিধাও মিলবে। কোনওভাবে যাতে অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা না পান, সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছে নবান্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen