‘উৎসধারা’ প্রকল্পের আওতায় ঐতিহাসিক বারাকপুরকে সাজিয়ে তুলতে চলেছে রাজ্য

গঙ্গা তীরবর্তী মনোরম পরিবেশ পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

February 26, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্রিটিশ ভারতে সিপাই বিদ্রোহের পীঠস্থান ছিল বারাকপুর। বারাকপুরের ইতিহাস আরও পুরনো, মোঘল আমলেও বারাকপুরের অস্তিত্ব ছিল; যদিও নাম ছিল চানক, যার অর্থ ছাউনি। এ শহরের ইতিহাস, ঐতিহ্যকে বাঁচাতে তৎপর রাজ্য। বারাকপুরকে সুন্দর করে সাজিয়ে তুলতে উৎসধারা প্রকল্প নিয়েছে রাজ্য। প্রকল্প রূপায়ণের জন্য অর্থদপ্তর সম্প্রতি ২৪ কোটি ৭ লক্ষ টাকা অনুমোদন করেছে। পূর্তদপ্তর এবার টেন্ডার ডেকে কাজ শুরুর প্রক্রিয়া শুরু করবে। এই প্রকল্পের মাধ্যমে, বারাকপুরে গঙ্গার ধারে মিলেনিয়াম পার্কের মতোই একটি পার্ক তৈরি করা হবে। এই পার্কের মাধ্যমে সিপাই বিদ্রোহ এবং পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলন বারাকপুরের ভূমিকা তুলে ধরা হবে।

জানা গিয়েছে, বারকপুরের গঙ্গার ধার বরাবর প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে গান্ধীঘাট থেকে অন্নপূর্ণা মন্দির পর্যন্ত এলাকা এই পার্ক তৈরির জন্য চিহ্নিত করা হয়েছে। গঙ্গার ধার বাধিয়ে, ধার বরাবর সুন্দর রাস্তা তৈরি করা হবে। রাস্তাজুড়ে বাহারি গাছ লাগানো হবে, আলোকস্তম্ভ বসানো হবে। মনে করা হচ্ছে, গঙ্গা তীরবর্তী মনোরম পরিবেশ পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। বিভিন্ন স্মৃতিসৌধ, ওপেন এয়ার থিয়েটার, বাচ্চাদের খেলার পার্ক, ফুড প্লাজা, ক্লক টাওয়ার প্রভৃতিতে সেজে উঠবে পার্কটি। শীঘ্রই পার্কটি নির্মাণের কাজ শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen