টোটো চলাচলে নয়া নীতি ঘোষণা রাজ্যের, কী রয়েছে পরিবহণ দপ্তরের বিজ্ঞপ্তিতে?

September 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৩:  গ্রামগঞ্জ থেকে শহরতলি টোটোই হয়ে উঠেছে অন্যতম পরিবহণ মাধ্যম। লাফিয়ে লাফিয়ে বাড়ছে টোটোর সংখ্যা। এহেন যান নিয়ে অভিযোগও কম নেই। মূলত নিয়মবহির্ভূতভাবে এই যানের দৌরাত্ম্য চলছিল বলে অভিযোগ উঠেছে বার বার। এবার রাশ টানতে উদ্যোগী হয়েছে রাজ্য। পুজোর প্রাক্কালে টোটো চলাচলে নতুন নীতি (New Toto Policy) ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল পরিবহণ দপ্তর (Transport Department of West Bengal Govt)। ১১ পাতার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে নির্দিষ্ট রুট ছাড়া আর কোথাও টোটো চলতে পারবে না। জাতীয় ও রাজ্য সড়কে কোনওভাবেই টোটো চলবে না।

এবার থেকে টোটো চালানোর জন্য জেলাস্তরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এক ব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশনও বাতিল করে দেওয়া হবে। প্রতিটি গাড়িকে নির্দিষ্ট নম্বর প্লেট দেওয়া হবে, তাতে কিউআর কোড থাকবে। যা স্ক্যান করলে বোঝা যাবে কোনও রুটের টোটো অন্য রুটে চলাচল করছে কি-না। এখন থেকে ফি বছর এই যানের জন্য বার্ষিক কর দিতে হবে। প্রশাসন সূত্রে খবর, এখন রাস্তায় যে টোটোগুলি চলছে, তার অধিকাংশ বেআইনি। এর পরিবর্তে ধীরে ধীরে ই-রিকশা রাস্তায় নামানোর জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, যাত্রীনিরাপত্তার স্বার্থে আগেও নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো, অটো বা রিকশা চলবে না। এরা নতুন করে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পরিবহণ দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা, টোটো সংগঠন ও পুলিশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। যাত্রীসুরক্ষা, যানজট রোধ ও রাজ্যের বাড়তি রাজস্ব আয়ের জন্য উদ্যোগ নেওয়া হয়। এবার নয়া নীতি ঘোষিত হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen