চলতি বছরে ৪০ হাজার পুজো কমিটিকে ২০২ কোটি টাকা অনুদান দিচ্ছে রাজ্য সরকার
প্রসঙ্গত, রাজ্য সরকার চলতি বছরে প্রতিটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে বলে আগেই জানিয়েছে।
Authored By:

রাজ্য সরকার চলতি বছরে পুজো অনুদান বাবদ ২০১ কোটি ৯১ লক্ষ টাকা বরাদ্দ করেছে। মোট ৪০ হাজার ৩৮২টি ক্লাব, সংগঠনকে এই টাকা দেওয়া হবে বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৩৮২টি ক্লাব রাজ্য পুলিশ এবং বাকি ৩ হাজার ক্লাব কলকাতা পুলিশের আওতাধীন। পুজোর পরে যে ৪ কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, সংশ্লিষ্ট সেই জেলাগুলিতে আদর্শ আচরণবিধি জারি থাকায় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকার চলতি বছরে প্রতিটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে বলে আগেই জানিয়েছে।



