শহরে আরও দেড় লক্ষ আবাস, পাকা ছাদের স্বপ্নপূরণে বড় উদ্যোগ রাজ্যের

December 13, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.৩০: গ্রামীণ এলাকার পর এবার শহরাঞ্চলেও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মাথার ওপর ছাদের ব্যবস্থা করতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (State Government)। পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভা এলাকা জুড়ে আরও দেড় লক্ষ পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য। পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনস্থ স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)-র তত্ত্বাবধানে শীঘ্রই এই নতুন উপভোক্তা বাছাইয়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে।

প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই শহুরে আবাস যোজনা বা ‘বাংলার বাড়ি-শহর’ (Banglar Bari) প্রকল্পের অধীনে রাজ্যে ৩ লক্ষ ৪৩ হাজার বাড়ি তৈরির কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে কাজ চলছে আরও প্রায় ১ লক্ষ ৪০ হাজার বাড়ির। এর মধ্যেই নতুন করে আরও দেড় লক্ষ মানুষের স্বপ্নপূরণের লক্ষ্যে আবাস যোজনা ২.০-এর কাজ পুরোদমে শুরু হতে চলেছে।

শহরাঞ্চলে বাড়ি তৈরির খরচের হিসেব গ্রামীণ এলাকার তুলনায় অনেকটাই আলাদা। গ্রামীণ এলাকায় কেন্দ্রের অনুদান বন্ধ থাকায় রাজ্য এককভাবে ১ লক্ষ ২০ হাজার টাকা সহায়তা দিচ্ছে। অন্যদিকে, শহরাঞ্চলে একটি বাড়ি তৈরির জন্য মোট বরাদ্দ ৩ লক্ষ ৪৩ হাজার টাকা। এর মধ্যে রাজ্য সরকার একাই বহন করে ১ লক্ষ ৯৩ হাজার টাকা। দেশের আর কোনও রাজ্য আবাস যোজনায় এত বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেয় না। বাকি টাকার মধ্যে কেন্দ্র দেয় দেড় লক্ষ টাকা এবং উপভোক্তাকে নিজের অংশ হিসেবে দিতে হয় ২৫ হাজার টাকা।

তবে এই নতুন পর্যায়ের আবাস যোজনায় সুবিধা পাওয়ার জন্য উপভোক্তার নিজের নামে ন্যূনতম ৩৫০ বর্গফুট জমি থাকা বাধ্যতামূলক। এছাড়াও বেশ কিছু নতুন নিয়ম ও শর্তাবলী যুক্ত করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen