আজ ১২ লক্ষ উপভোক্তাকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য

May 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
বাংলার বাড়ি প্রকল্প— ফাইল চিত্র

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:৪০: কেন্দ্রের মোদী সরকারের লাগাতার বঞ্চনার জেরে বাংলার মানুষের মাথার ছাদ অনিশ্চিত হয়ে পড়েছিল। কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের প্রান্তিক মানুষের স্বার্থে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের প্রথম কিস্তির টাকা আগেই দেওয়া হয়েছে। আজ, মঙ্গলবার ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ শিলিগুড়ির ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এই সুবিধা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে। প্রসঙ্গত, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন। মোট ২৮ লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রথম পর্যায়ে ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য। তাঁরাই এবার দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন। ইতিমধ্যে ৭ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে অর্থদপ্তর। বাকি ১৬ লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে বলে খবর রাজ্য প্রশাসন সূত্রে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen