দপ্তর বণ্টনের ছক পাকা, আবারও বিহারের গদিতে নীতীশ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.১২: বিহারে সরকার গঠনের নীলনকশা চূড়ান্ত করে ফেলল NDA জোট, এমনটাই শোনা যাচ্ছে। সূত্রের খবর, আবারও বিহারের কুর্সিতে বসতে চলেছেন নীতীশ কুমার। তবে বেশিরভাগ মন্ত্রক নিজেদের দখলে রাখতে চলেছে বিজেপি। সূত্রের খবর, প্রথম কিছুটা আপত্তি থাকলেও নীতীশকেই মুখ্যমন্ত্রীর পদে মেনে নিয়েছেন বিজেপি।
সূত্রের খবর, অমিত শাহর উপস্থিতিতে শনিবার NDA নেতারা বৈঠকে বসেছিলেন। সেখানে ঠিক হয়েছে ফের নীতীশকে মুখ্যমন্ত্রী করা হবে। ভোটের আগে মোদী, শাহ দুজনেই বলেছিলেন, নীতীশ কুমারের নেতৃত্বে লড়বে তাঁদের জোট। কিন্তু তাঁকে ফের মুখ্যমন্ত্রী করা হবে কিনা, সেটা প্রকাশ্যে ঘোষণা করেনি বিজেপি। বিজেপি নিজেদের কাউকে মুখ্যমন্ত্রী করতে চাইছিলেন বটে কিন্তু ভোটের যা ফল তাতে নীতীশকে উপেক্ষা করা অসম্ভব। তাই তাঁকেই ফের মুখ্যমন্ত্রীর আসনে বসানো হবে। শোনা যাচ্ছে, ১৯-২০ নভেম্বর ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ। শপথগ্রহণ হবে পাটনার গান্ধী ময়দানে। NDA শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে সেখানে। প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী সফরের দিন চূড়ান্ত করা হবে।
মন্ত্রিসভার বণ্টন নাকি ঠিক হয়ে গিয়েছে, এমনই খবর মিলছে সূত্র মারফত। NDA নেতারা নাকি ঠিক করেছেন, প্রতি ছ’জন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। অঙ্কের হিসাবে বিজেপি থেকে মন্ত্রী হতে পারেন ১৫ জন। ১৩-১৪টি মন্ত্রক পেতে পারে নীতীশের JDU। চিরাগ পাসওয়ানের LJP(আর) থেকে ৩ জন মন্ত্রী হবেন। একটি করে মন্ত্রক পাবে জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আরএলএম।