টার্গেট পশ্চিমবঙ্গ-সহ ‘সেভেন সিস্টার্স’, ভারত-বিরোধী ভয়ঙ্কর ছক কষছে ISI-র ‘ঢাকা সেল’!

December 20, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২০: একাত্তরের ‘শত্রু’দেরই এবার বুকে টেনে নিল বাংলাদেশ (Bangladesh)! শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর থেকেই পড়শি দেশে ভারত-বিদ্বেষের ছবি বারবার ফুটে উঠেছে। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) সবুজ সংকেত পাওয়ার পরই ঢাকায় ডেরা বেঁধেছে কুখ্যাত পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)। সূত্রের খবর, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধারাবাহিক হিংসার নেপথ্যে রয়েছে আইএসআই-এর (ISI) এই ‘ঢাকা সেল’। আর শুধু বাংলাদেশেই নয়, এবার তাদের নিশানায় রয়েছে পশ্চিমবঙ্গ-সহ ভারতের উত্তর-পূর্বাঞ্চল।

২০২৪ সালে গণঅভ্যুত্থানের জেরে শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের শাসনভার গ্রহণ করে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই ঢাকার সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা নজরে পড়ে আন্তর্জাতিক মহলের। কয়েকমাস আগেই পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ শামসাদ মির্জা ও তাঁর প্রতিনিধিদল ঢাকা সফরে যান। একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের পরেই ঢাকায় পাক গুপ্তচর সংস্থার কার্যালয় খোলার অনুমোদন দেন ইউনুস। কূটনৈতিক মহলের আশঙ্কা ছিল, ভারতের নাকের ডগায় আইএসআই-এর এই উপস্থিতি উপমহাদেশের শান্তি বিঘ্নিত করতে পারে। সেই আশঙ্কাই এখন বাস্তবে রূপ নিচ্ছে।

বাংলাদেশের এক গোয়েন্দা আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “আইএসআই-এর ঢাকা সেলের প্রাথমিক ব্লু-প্রিন্ট হলো বাংলাদেশের শাসনক্ষমতা জামাতের হাতে তুলে দেওয়া। যাতে পাক-পন্থী সরকার গঠন করে ভারতের উপর চাপ সৃষ্টি করা যায়। আর যদি তা সম্ভব না হয়, তবে তাদের বিকল্প পরিকল্পনা হলো নির্বাচন প্রক্রিয়াকে অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করা এবং দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা।”

তবে গোয়েন্দা সূত্রের খবর আরও উদ্বেগজনক। জানা যাচ্ছে, পাক গুপ্তচর সংস্থার আসল টার্গেট বাংলাদেশ নয়, বরং ভারত (India)। ঢাকা সেলকে ব্যবহার করে তারা পশ্চিমবঙ্গ (West Bengal) এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে স্লিপার সেল ও সন্ত্রাসী সংগঠন তৈরি করতে চাইছে। ভারতের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে অনুপ্রবেশ সহজ করাই তাদের লক্ষ্য। বিশেষ করে, আগামী বছর মার্চ বা এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাকে অশান্ত করতে বড়সড় নাশকতার ছক কষছে আইএসআই-এর ঢাকা সেল।

সূত্রের আরও দাবি, জুলাই আন্দোলনের অন্যতম মুখ তথা ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক ছাত্রনেতা ওসমান হাদির (Osman Hadi) মৃত্যু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি ছিল আইএসআই-এর পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। ঢাকায় ঘাঁটি গাড়ার পর থেকেই তারা সঠিক সময়ের অপেক্ষা করছিল। বাংলাদেশে নির্বাচনের তোড়জোড় শুরু হতেই সেই ‘মাস্টারপ্ল্যান’ কার্যকর করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, ওপার বাংলার এই অস্থিরতা এপার বাংলার জন্যও অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় গোয়েন্দা বিভাগ কড়া নজরদারি চালাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen