নৈহাটির বড় মা’র ১০০ ভরির সোনার গয়নার নিরাপত্তা নিয়ে চিন্তিত মন্দির কর্তৃপক্ষ

দক্ষিণেশ্বর মন্দির, তারাপীঠ মন্দিরে যেমন দলে দলে ভক্তরা যান, ঠিক তেমনই এই বড়মার মন্দিরেও মানুষের সমাগম বাড়বে বলে মনে করা হচ্ছে।

October 31, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০০ বছর আগে শুরু হয় বড়মায়ের পুজো। প্রতি বছর কালী পুজোয় ২২ হাত প্রতিমা গড়ে পূজিতা হন বড়মা। গত রবিবার বড়মার নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। দক্ষিণেশ্বর মন্দির, তারাপীঠ মন্দিরে যেমন দলে দলে ভক্তরা যান, ঠিক তেমনই এই বড়মার মন্দিরেও মানুষের সমাগম বাড়বে বলে মনে করা হচ্ছে।

১০০ ভরি সোনা ও রুপোর গয়নায় সাজানো হয়েছে। ৩৬৫ দিন ২৪ ঘণ্টাই এমন সালঙ্কারা বেশে থাকবেন মা। এই একশো ভরি সোনার গয়না নিয়ে চিন্তায় রয়েছে মন্দির কর্তৃপক্ষ। বিগ্রহ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই একজন অফিসার ও তিনজন সশস্ত্র কনস্টেবল নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ২৪ ঘণ্টাই থাকছে পুলিস ক্যাম্প। কিন্তু তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন মন্দিরের কর্মকর্তারা।

নিরাপত্তা বাড়ানোর বিষয়টি নৈহাটি থানা এবং উচ্চপদস্থ কর্তাদের জানানো হয়েছে। তাই বড়মা’র জন্য আলাদা আউটপোস্ট বা ফাঁড়ির ব্যবস্থা করার জন্য নৈহাটি থানার পক্ষ থেকে দরবার করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে সেই আবেদন পৌঁছেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen