সরস্বতী পুজোয় স্লেট-পেন্সিলের কদর এখনও একই রয়েছে, নিজের সংস্কৃতি ভুলে যায়নি বাঙালি!

সরস্বতী পুজোর সকালে অঞ্জলি দেওয়া থেকে হাতে খড়ি।

February 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সরস্বতী পুজোর সকালে অঞ্জলি দেওয়া থেকে হাতে খড়ি। পুরোহিত মশাই হাত ধরে স্লেটের উপর লিখিয়ে দিচ্ছেন অ-আ-ক-খ। সেখান থেকেই শুরু৷ তারপর বেশ কয়েকবছর ধরে সঙ্গী থাকত সেই স্লেট-পেনসিল বা চক। কাঠের ফ্রেমের স্লেট। সাদা খড়িমাটির চক। কখনও পড়ে গিয়ে ফাটল ধরত। কখনও ভেঙে যেত। হাতেখড়ির পরবর্তী কয়েকবছর বাংলা-ইংরেজি বর্ণ, সংখ্যা লেখার পাশাপাশি শেখা ও রপ্ত করার একমাত্র সঙ্গী ছিল স্লেট পেনসিল। আজ প্রায় লুপ্তপ্রায়।

সারা বছর ক্রেতাদের পাত্তা থাকে না। বছরের একটা দিনের জন্য স্লেট পেনসিলের কদর বাড়ে। দোকানদাররা বলছেন, ‘সরস্বতী পুজোর দিন হাতেখড়ি দেওয়ার রীতি আগের মতোই আছে। নিজের সংস্কৃতি ভুলে যায়নি বাঙালি।’

বড়বাজারের ব্যবসায়ীরা জানালেন মজার তথ্য। বললেন, ‘স্লেট-পেন্সিল বাঙালির পছন্দ হলেও এসব কিন্তু বাংলায় তৈরি হয় না। রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ থেকে আসে। সারাবছরই বিক্রি হয়। পঙ্কজ পান্ডে নামে এক দোকানদার বললেন, ‘রেশন দোকান, কারখানায় শ্রমিকদের জন্য স্লেট ব্যবহার হয়। না হলে কে কিনবেন বলুন? তবে সরস্বতী পুজোর সময় বিক্রি দ্বিগুণ হয়ে যায়।’ আর এক ব্যবসায়ীর কথায়, ‘২২ চাকার ট্রাকে স্লেট আসে। এখন বিরাট চাহিদা রয়েছে। বড়বাজারে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন স্লেট-পেন্সিল কিনতে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen