রাজ্য হস্তশিল্প মেলার স্থান পরিবর্তন হচ্ছে, এবার কোথায় এই মেলা বসবে জেনে নিন

সমস্ত শিল্পীর অংশগ্রহণ, দর্শনার্থীদের ভিড় সামলানো এবং পার্কিং নিয়েও সমস্যা হতে পারে। যদিও প্রশাসনের দাবি, যাবতীয় সুষ্ঠু ব্যবস্থাই করা হচ্ছে।

November 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজ্য হস্তশিল্প মেলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য হস্তশিল্প মেলা এবার ইকোপার্কের পরিবর্তে হবে নিউটাউনের সেন্ট্রাল মল চত্বরে। আগামী ২২ নভেম্বর থেকে এবছরের মেলা ইকোপার্কে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, জায়গা সংক্রান্ত সমস্যাতেই ইকোপার্কে তা বন্ধ হয়েছে। তবে, মেলাটি বন্ধ হচ্ছে না। আগামী ১৮ জানুয়ারি ওই মেলা শুরু হবে সেন্ট্রাল মল চত্বরে।

ইকোপার্কের তুলনায় জায়গাটি ছোট। ফলে, সমস্ত শিল্পীর অংশগ্রহণ, দর্শনার্থীদের ভিড় সামলানো এবং পার্কিং নিয়েও সমস্যা হতে পারে। যদিও প্রশাসনের দাবি, যাবতীয় সুষ্ঠু ব্যবস্থাই করা হচ্ছে।

রাজ্য সকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আয়োজনে প্রতিবার শীতের মরশুমে এই মেলা হয়। মেলাটি প্রথম দিকে হতো ময়দানে। পরে স্থান বদল হয়ে আসে সায়েন্স সিটির মিলন মেলা প্রাঙ্গণে। বছর আটেক আগে সেখান থেকে উঠে যায় ইকোপার্কের ১ নম্বর গেট চত্বরে। গতবছর সাত হাজার শিল্পী তাঁদের সামগ্রী নিয়ে মেলায় আসেন। দর্শক-ক্রেতা হয়েছিল প্রায় ১০ লক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen