প্রতীক্ষার অবসান! ফারাক্কার ‘দ্বিতীয় সেতু’ চালু হবে ৩১ জুলাই

২০১৮ সালে শুরু হয়েছিল ফারাক্কা ‘দ্বিতীয় সেতু’ তৈরির কাজ।

February 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রতীক্ষার অবসান! ফারাক্কার ‘দ্বিতীয় সেতু’ চালু হবে ৩১ জুলাই

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্যের এক সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জাতীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী লোকসভার অধিবেশনে দাঁড়িয়ে ঘোষণা করেছেন গঙ্গার উপর ফরাক্কার নির্মীয়মাণ নতুন চার লেনের সেতুটি চালু হবে আগামী ৩১ জুলাই।

২০১৮ সালে শুরু হয়েছিল ফারাক্কা ‘দ্বিতীয় সেতু’ তৈরির কাজ। টার্গেট ছিল ২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ করা। এরইমধ্যে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্মাণকাজ চলার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় এক ইঞ্জিনিয়ার-সহ দুইজনের। এই দুর্ঘটনা এবং করোনা পরিস্থিতির জন্য প্রায় ১৫ মাস ধরে বন্ধ ছিল সেতু তৈরির কাজ।

নির্মাণের সময়সীমা বেড়ে যাওয়ার ফলে সেতুর খরচের অঙ্কও অনেকটাই বেড়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ফরাক্কার দ্বিতীয় সেতু নির্মাণে ৫২১ কোটির জায়গায় ৬২২.০৪ কোটি টাকা খরচ হবে। চার লেনের এই সেতুটি চওড়ায় হবে ২৫ মিটার অর্থাৎ ৮২ ফুট। লম্বায় ৫.৪৬৮ কিমি (১৭,৯৪০ ফুট)। ফরাক্কার এই সেতু চালু হলে এটি হবে জলভাগের উপরে নির্মিত রাজ্যের দীর্ঘতম সেতু।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen