রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষরে আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল (২০২৫)

বিরোধীদের দাবি, এই বিল অসাংবিধানিক। যা আদপে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ।

April 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষরে আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল (২০২৫)। ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ সংশোধনী বিলে সাক্ষর করলেন। তাঁর সাক্ষরের সঙ্গে সঙ্গেই বিলটি আইনে পরিণত হল। বিগত বৃহস্পতিবার লোকসভা ও শুক্রবার রাজ্যসভায় পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতির কাছে বিলটি পাঠানো হয়েছিল। বিলে রাষ্ট্রপতি সাক্ষর করতেই তা আইনে পরিণত হল।

গত ২ এপ্রিল লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করা হয়। মধ্যরাত পর্যন্ত বিতর্ক চলার পর ভোটাভুটি হয়। ২৮৮ ভোটে পাশ হয়ে যায় বিলটি। বিপক্ষে ভোট পড়ে ২৩২টি। রাজ্যসভাতে বিলের পক্ষে ভোট দেন ১২৮ জন, বিপক্ষে ভোট পড়ে ৯৫টি। উভয় কক্ষে পাশ হওয়ার পর তা নিয়মমাফিক রাষ্ট্রপতির কাছেনপাঠানো হয়েছিল। দ্রৌপদী মুর্মুর অনুমোদন মিলতেই আইনে পরিণত হল বিলটি। এবার সরকার বিজ্ঞপ্তি করলেই আইন কার্যকর হবে।

তবে বিরোধীদের দাবি, এই বিল অসাংবিধানিক। যা আদপে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ। যার প্রেক্ষিতে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছে। মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগ তুলে মামলায় দাবি করা হয়েছে, বিলটি অধুনা আইনটি সংবিধানের ১৪, ২৪, ২৬, ২৯ এবং ৩০০এ ধারা লঙ্ঘন করছে। ধারাগুলো হল, সমানাধিকার, ধর্মাচারণের অধিকার, ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা, সংখ্যালঘু অধিকার এবং সম্পত্তির অধিকার। বিলে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এবং স্টেট ওয়াকফ বোর্ডে অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের রাখার নিয়েও আপত্তি তোলা হয়েছে। এখন দেখার শীর্ষ আদালত কী পদক্ষেপ করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen