পি.সি. সরকার জুনিয়র পরিবারে উৎসব—মৌবনীর বিয়ে বলে কথা

November 17, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৫: পি.সি. সরকার জুনিয়রের পরিবারে এবার বাজতে চলেছে বিয়ের সানাই—মেজ মেয়ে মৌবনীর পরিণয় ঠিক হয়েছে রিসার্চ অ্যানালিস্ট সৌম্য রায়ের সঙ্গে। বহুদিন ধরে বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজার পর শেষ পর্যন্ত সৌম্য–মৌবনীর মিলনেই পূর্ণতা পেল সেই অপেক্ষা। দীর্ঘদিন বিদেশে থাকার পর আপাতত কলকাতায় রয়েছেন সৌম্য, আর দু’পক্ষের প্রথম দেখাই মেলে গেছে চমৎকারভাবে।

মৌবনীর কথায়, সৌম্য “অত্যন্ত অ্যাকসেপ্টিং, ইন্টেলিজেন্ট এবং সংস্কৃতিমনা।” সাহিত্য, আর্ট, বাঙালি সংস্কৃতি—সব ক্ষেত্রেই এক অনন্য মিল রয়েছে দু’জনের। শ্বশুরবাড়ি সম্পর্কে মৌবনীর মন্তব্য, “ঠিক যেমনটা চেয়েছিলাম।”

সরকার পরিবারের ঘরে এখন সাজ সাজ রব। মা-বাবা, দুই বোন মানেকা ও মুমতাজ—সবাই ব্যস্ত বিয়ের আয়োজন, কেনাকাটা আর অতিথি আপ্যায়নের প্রস্তুতিতে। বাঙালি রীতি মেনে হবে বিয়ে; বেনারসি আনানো হয়েছে বেনারস থেকে, চলছে একের পর এক আইবুড়োভাত। খাওয়াদাওয়ায় জমবে বাঙালিয়ানার পুরো আয়োজন—মাছ, মাটন, মিষ্টি সবই থাকবে তালিকায়।

সবশেষে এখন কেবল অপেক্ষা—৩০ নভেম্বর, সৌম্য ওয়েডস মৌবনী। সরকার পরিবারের ঘরে সেদিনই সৃষ্টি হবে নতুন যাদুর মুহূর্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen