লকডাউনে অনাহারে, চিকিৎসাহীনতায় ধুঁকছে ক্যানসার আক্রান্ত গ্রাম

বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের গড়রার একটি ছোট্ট গ্রাম। এখানে বসবাস করেন ১৫-১৬টি পরিবার। এই গ্রামের বেশীরভাগ পরিবারই ক্যানসারে আক্রান্ত। বর্তমান পরিস্থিতি ও লকডাউনের ফলে চরম সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া পরিবারগুলি।

April 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের গড়রার একটি ছোট্ট গ্রাম। এখানে বসবাস করেন ১৫-১৬টি পরিবার। এই গ্রামের বেশীরভাগ পরিবারই ক্যানসারে আক্রান্ত। বর্তমান পরিস্থিতি ও লকডাউনের ফলে চরম সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া পরিবারগুলি।

বর্তমান পরিস্থিতির জেরে কর্মহীন গ্রামের প্রত্যেকটি পরিবার। যার ফলে অর্ধাহারে-অনাহারে এতদিন দিন কাটাতে হচ্ছিল এই পরিবারগুলিকে। শুধু তাই নয় লকডাউনের জেরে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সরকারি হাসপাতালে গিয়ে মারণ রোগের চিকিৎসাটুকুও করাতে পারেনি তারা।

প্রতীকী চিত্র

 অভিযোগ এতদিন স্থানীয় নেতানেত্রী থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিও লাভ হয়নি কিছুই। তাই খবর পেয়ে শেষমেষ এই হতদরিদ্র পরিবারের পাশে গিয়ে দাঁড়ান স্থানীয় এক সমাজসেবী। পরিবারগুলিকে চাল, ডাল খাদ্য সামগ্রী ও আর্থিকভাবে সাহায্যের পাশাপাশি, রোগাক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি। 

স্বাভাবিকভাবেই  সাহায্য ও চিকিৎসা ব্যবস্থার আশ্বাস পেয়ে খুশী পরিবারগুলি। চরম কঠিন দিনেও মুখে হাসি ফুটেছে গ্রামের ঐ অসহায়, অসুস্থ মানুষগুলোর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen