নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বসতে চলছে বিধানসভার শীতকালীন অধিবেশন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:৩২: আগামী বছর বঙ্গে বিধানসভা নির্বাচন। ভোটার আগে শেষ বিধানসভার পূর্ণাঙ্গ অধিবেশন বসতে চলেছে চলতি মাসে, এমন খবর মিলছে। সব ঠিক থাকলে চলতি নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বসতে চলেছে শীতকালীন অধিবেশন (Winter Session of the Assembly)। শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পেলেই রাজ্যের শাসক শিবিরের পরিষদীয় দল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অধিবেশন ডাকার আর্জি জানাবে।
আগামী বছর ভোটের আগে আসন্ন পূর্ণাঙ্গ অধিবেশনে সরকার প্রয়োজনীয় কিছু বিল পাশ করাতে পারে। বেশকিছু প্রস্তাব নিয়ে আলোচনাও হবে। ইন্দো-ভুটান রিভার কমিশন গঠন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের প্রস্তাব আনা হতে পারে। ভুটানে মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্থ হয়েছে সম্প্রতি, বিপুল প্রাণহানিও ঘটেছে। প্রশ্ন উঠেছে, কেন্দ্রের ঔদাসীন্য নিয়ে। মনে করা হচ্ছে, উত্তরবঙ্গের বিপর্যয়ের কারণ হিসাবে মোদী সরকারকে দায়ী করে বিধানসভায় প্রস্তাব আনা হতে পারে।
নির্বাচনের পূর্বে বিধানসভার শেষ শীতকালীন অধিবেশন উত্তাল হতে পারে। বিধানসভায় বার বার তৃণমূল-বিজেপি বিধায়কদের সংঘাত, বাকবিতণ্ডা দেখা গিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে বিধানসভার বিশেষ অধিবেশনেও উত্তাল হয়েছিল। বিরোধী দলনেতা সহ বেশ কয়েকজন বিরোধী বিধায়ককে নিলম্বিত করেছিলেন অধ্যক্ষ।