শাহের মুখে তামিল প্রধানমন্ত্রীর কথা! মোদীর সঙ্গে বিরোধ? খোঁচা স্ট্যালিনের

রবিবার, দক্ষিণ চেন্নাইয়ের জেলা বিজেপির পদাধিকারীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

June 12, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদীর সঙ্গে কি শাহের গোল বেঁধেছে? এমনই সম্ভাবনার কথা নিয়ে প্রশ্ন তুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কিন্তু এহেন জল্পনার কারণ কী? শাহ নাকি বলেছেন, একজন তামিলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে স্ট্যালিনের মত তামিলিসাই সুন্দররাজন বা এল মুরুগানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সুযোগ রয়েছে।

রবিবার, দক্ষিণ চেন্নাইয়ের জেলা বিজেপির পদাধিকারীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই নাকি শাহ দুঃখ প্রকাশ করে বলেন, এখনও অবধি কোনও তামিল দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসার সুযোগ পাননি। এতেই জল্পনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি কর্ণাটকে হারের মুখ দেখেছে বিজেপি, মোদী প্রচারে ঝড় তুলেও গদি রক্ষা হয়নি। মোদীর মুখ নিয়ে তারপর থেকেই দলের অন্দরে সংশয়ের সৃষ্টি হয়েছে। সঙ্ঘও বলতে আরম্ভ করেছে মোদীর মুখে আর ভোটবাক্স ভর্তি হবে না। তাই কি মুখ বদলের কথা ভাবছে বিজেপি নাকি নিছক জল্পনা! ধন্দে রাজনৈতিক বিশেষেজ্ঞ মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen