রাজ্যের বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নির্দিষ্ট করার কাজ শেষ স্বাস্থ্য কমিশনের
July 9, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

একই চিকিৎসার জন্য রাজ্যের এক এক জায়গায় এক এক রকম অর্থ ধার্য করা হচ্ছে। সরকারের তরফে নির্দিষ্ট কোনও হার ধার্য করা হয়নি। ফলে প্রতিনিয়ত মানুষকে হয়রান হতে হচ্ছিল সাধারন মানুষকে।
এবার এই সমস্যা মিটতে চলেছে। রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে নির্দিষ্ট রোগের চিকিৎসা বাবদ সর্বোচ্চ কত হবে সেই সংক্রান্ত রেগুলেশন তৈরির কাজ শেষ। শীঘ্রই তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই জানাল রাজ্য স্বাস্থ্য কমিশন। উল্লেখ্য, এই রেগুলেশনেই বলা থাকবে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি আটডোর, ইনডোরে সংশ্লিষ্ট রোগের চিকিৎসাবাবদ সর্বোচ্চ কত অর্থ ধার্য করতে পারবে।