থিম কুরুক্ষেত্র, জমজমাট চোপড়া ব্লকের দুর্গোৎসব

কাপড়, বাঁশ, চট, প্লাস্টার অব প্যারিস দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। চতুর্থীতে উদ্বোধনের পর মণ্ডপ খুলে দেওয়া হবে সাধারণের জন্য।

September 20, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত বছরের মতো এবারেও চোপড়া ব্লকের পুজোগুলির মধ্যে জমে উঠেছে পুজোর লড়াই। রয়্যাল স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো অন্যতম। ৫১ তম বর্ষে চোপড়া থানাপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম কুরুক্ষেত্র। পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা।

কাপড়, বাঁশ, চট, প্লাস্টার অব প্যারিস দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। চতুর্থীতে উদ্বোধনের পর মণ্ডপ খুলে দেওয়া হবে সাধারণের জন্য। উদ্যোক্তারা জানান, কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, থিমের মাধ্যমে তা ফুটে উঠবে।

গত কয়েক বছর ধরে দশনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে রয়্যাল স্পোর্টিং ক্লাব। থিমে বারবার চমক দিয়েছেন উদ্যোক্তারা। অষ্টমী, নবমীর মতো দিনগুলিতে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় উদ্যোক্তাদের। ভিড় নিয়ন্ত্রণে এবার বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকবেন। যাতায়াতের সমস্যা যাতে না-হয়, সেজন্য জোড়া গেট রাখা হবে। প্রচুর মানুষ মণ্ডপে আসবেন বলে আশা আয়োজকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen