হেমতাবাদে সম্প্রদায় সম্প্রীতির কালী পুজোয় থিম ‘পাখির বাসা’

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে পুজো কমিটিতে রয়েছে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা। কমিটির সম্পাদক আশরাফুল আলী ও নারায়ণ দেবভূতি।

October 31, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীপান্বিতা অমাবস্যায় শ্যামা আরাধনায় ব্রতী হবে হেমতাবাদ পূর্বপাড়া শ্যামাপুজো কমিটি। এবার তাদের পুজোর ৫৮তম বর্ষ। মণ্ডপটি তৈরি হচ্ছে বিশেষ আদলে। থিমের নাম ‘পাখির বাসা’। থাকছে আলোকসজ্জাও।

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে পুজো কমিটিতে রয়েছে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা। কমিটির সম্পাদক আশরাফুল আলী ও নারায়ণ দেবভূতি। এবছর থিম পাখির বাসা। মণ্ডপ তৈরি হচ্ছে পাখির বাসার আদলে। ব্যবহার করা হয়েছে মাটি, খেজুর পাতা, শাল পাতা, নারকেলের ছোবড়া, বাঁশ এবং কাপড়। হেমতাবাদ ব্লকে প্রতিবছর একটি মাত্র পুজো কমিটিই থিম পুজোর আয়োজন করে। তাই বাসিন্দাদের মূল আকর্ষণ এই মণ্ডপ। পাশাপাশি আশেপাশের এলাকা আলো দিয়ে সাজানো হচ্ছে। এই পুজো ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি হয়। হিন্দু, মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলিত হয়ে পুজোয় অংশ নেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen