আজ বিশ্ব পরিবেশ দিবস, জেনে নিন এ বছরের থিম কী?

প্রতি বছর পরিবেশ দিবসের আলাদা আলাদা থিম থাকে।

June 5, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশের ভরসাম্য সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়। ১৯৭২ সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় স্টকহোম সম্মেলনের প্রথম দিনে বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা প্রথম প্রকাশ্যে আসে। ১৯৭৪ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়েছিল। ওই ১৯৭৪ সাল থেকে পরিবেশ দিবস বার্ষিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। স্কুল থেকে নানান প্রতিষ্ঠান সর্বত্র দিনটি উদযাপিত হয়।

প্রতি বছর পরিবেশ দিবসের আলাদা আলাদা থিম থাকে। এ বছর পরিবেশ দিবসের থিম ‘বিট প্লাস্টিক পলিউশন’ অর্থাৎ সমবেতভাবে প্লাস্টিক দূষণ রোধ করার শপথ নেওয়া। প্লাস্টিক ক্রমেই দানবে পরিণত হয়েছে। যার দাপটে গোটা বিশ্ব বিপন্ন। তাই প্লাস্টিক নামক দৈত্য হারানোর সংকল্প নিন আজ থেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen