গণনার নির্দেশ নিয়ে ত্রুটি রয়েছে, কমিশনে গিয়ে বললেন তৃণমূলের সদস্যরা

তৃণমূলের পক্ষ থেকে বলা হয় যে সিইও স্বীকার করেছেন এখানে ভোট শান্তিপূর্ণ হয়েছে।

April 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গণনা নিয়ে যা ত্রুটি রয়েছে সেটা বলতে এসেছি। নির্বাচন কমিশনে (ECI) এসে এমনটাই জানালেন তৃণমূলের (TMC) সদস্যরা। আজ সকাল ১১:৩০ নাগাদ বেশ কয়েকটি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যান তৃণমূলের ৩ সদস্য, সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), সৌগত রায় (Saugata Roy) এবং চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacherjee)।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, গণনা কর্মীদের করোনা নেগেটিভ রিপোর্ট দিতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যাঁরা পোলিং অফিসার তাদের টেস্ট হচ্ছে না। কমিশন বলেছে পোলিং অফিসার দুটো ডোজ নিয়েছে। এছাড়াও, কমিশন ৩০% অতিরিক্ত নাম দিতে বলেছে এজেন্টদের। অথচ কেন্দ্র থেকে যে নির্দেশ এসেছে সেখানে বাহিনী নিয়ে কোনও সার্কুলার দেওয়া নেই, এদিকে ২৩-২৪ হাজার ফোর্স থাকবেন। কিন্তু কেউ জানেনা তাঁদের টেস্ট হয়েছে কি না।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয় যে সিইও স্বীকার করেছেন এখানে ভোট শান্তিপূর্ণ হয়েছে। দিল্লিতে অনেকে বড় বড় কথা বলছেন। বাংলার নামে যে বদনাম রটেছে, তা সম্পূর্ণ মিথ্যে বোঝা গেল, বলে জানান তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen