CRPF সহ আধাসেনায় এক লক্ষের বেশি শূন্যপদ, তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে জানাল কেন্দ্র

চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত হিসেব অনুযায়ী শূন্যপদ আছে ১,০৯,৮৬৮টি। চলতি বছরে আধাসেনা বাহিনীগুলির মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ সিআরপিএফে রয়েছে

July 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
There are over one lakh vacancies in paramilitary forces including CRPF
There are over one lakh vacancies in paramilitary forces including CRPF

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৭: মোদী সরকারের আমলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্ব। চলতি বছরের পয়লা জানুয়ারি অবধি সিআরপিএফ সহ ছ’টি আধাসেনা বাহিনীতে এক লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে। তৃণমূলের রাজ্যসভার নেতা সাংসদ ডেরেক ও’ব্রায়েনের প্রশ্নের উত্তরে এমনই জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

ডেরেকের প্রশ্ন ছিল, দেশের আধাসেনা বাহিনীগুলিতে শূন্যপদ আছে কি না, থাকলে কত সংখ্যক? এই শূন্যপদ পূরণ করা হবে কি না? উত্তরে নিত্যানন্দ রাই জানান, ছয়টি আধাসেনা বাহিনী যথাক্রমে অসম রাইফেলস , সীমান্তরক্ষী বাহিনী, সিআরপিএফ, সিআইএসএফ, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং সশস্ত্র সীমা বল মিলিয়ে ২০২১ সালে শূন্যপদ ছিল ১,০৯,১৭৪টি। ২০২২ সালে শূন্যপদ ছিল ৬৮,৬৭৪টি। ২০২৩ সালে শূন্যপদ ছিল ৮৪,৩৭৪টি। ২০২৪ সালে শূন্যপদ ছিল ৬৪,৮৯৭টি। চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত হিসেব অনুযায়ী শূন্যপদ আছে ১,০৯,৮৬৮টি। চলতি বছরে আধাসেনা বাহিনীগুলির মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ সিআরপিএফে রয়েছে, ৩৪,৮৬৯টি। সিআইএসএফে শূন্য পদের সংখ্যা ৩৩,৮৪৭টি। আইটিবিপিতে ১৫,০৩৫টি পদ ফাঁকা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen