সমাজে প্রতিটি পেশার মানুষের মতো যৌনকর্মীদেরও অবদান আছে, বললেন মিথিলা

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি

April 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি। সিরিজে বহ্নি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। এই সিরিজে কাজ করতে গিয়ে মিথিলাকে থাকতে হয়েছে নিষিদ্ধপল্লি নীল কুঠিতে! শ্যুটিং করতে হয়েছে যৌনপল্লিতে। সেখানে বসবাসের অভিজ্ঞতা কেমন এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন অভিনেত্রী।

মিথিলা বলেন, ‘গল্পটি শোনার পর এক মুহূর্তের জন্য কোনো দ্বিধা, জড়তা কাজ করেনি। এটা সমাজের একটা বাস্তব চিত্র। একটা অবহেলিত গোষ্ঠীর গল্প। আমি মনে করি, সমাজে প্রতিটি পেশার মানুষের মতো যৌনকর্মীদেরও অবদান আছে। ওরা আছে বলেই নারীরা এত নিরাপদে আছেন।’

মিথিলা আরও বলেন, ‘মানুষ কেন যৌনকর্মীর জীবন দেখবে না? কেন তাদের কষ্ট বুঝবে না? আমাদের পাশে কেন ওরা জায়গা পাবে না? সেসব বিষয় নিয়ে এই সিরিজটি হয়েছে। যৌনপল্লির প্রকৃত চেহারা বা পরিবেশই এই সিরিজে দেখানো হয়েছে।’

‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয়ের বিষয়ে স্বামী তথা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাকে অভিনয় করতে বারণ করেছিল কি না সেই প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, তার পেশাগত কোনও ব্যাপারে মাথা ঘামান না সৃজিত। কোন চরিত্রে অভিনয় করবেন না-করবেন, তা তিনি নিজেই সিদ্ধান্ত নেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen