কলকাতা শহরে রয়েছে জোড়া টিপু সুলতান মসজিদ, একটা ধর্মতলায়; আরেকটা কোথায়?

টিপু সুলতান মসজিদ বলতে এসপ্ল্যানেড অঞ্চলের মসজিদটিকেই চেনেন মানুষজন।

April 23, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার প্রাণকেন্দ্র, ধর্মতলা মোড়ের উত্তর ধার ঘেঁষে রয়েছে টিপু সুলতান মসজিদ, টিপু সুলতান মসজিদ বলতে এসপ্ল্যানেড অঞ্চলের মসজিদটিকেই চেনেন মানুষজন। তবে টিপু সুলতানের নামেই আরেকটি মসজিদ রয়েছে কলকাতায়। দ্বিতীয় টিপু সুলতান মসজিদটি প্রিন্স আনোয়ার শাহ রোড-দেশপ্রাণ শাসমল রোডের সংযোগস্থলে, টালিগঞ্জ অঞ্চলে অবস্থিত। টালিগঞ্জের মসজিদটি অবশ্য গোলাম মহম্মদ শাহ মসজিদ নামেও পরিচিত।

মসজিদ দুটিই তৈরি করিয়েছিলেন শের-ই-মহীশূর টিপু সুলতানের সর্বকনিষ্ঠ ছেলে প্রিন্স গোলাম মহম্মদ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরুদ্ধে লড়ে ১৭৯৯ সালে টিপু সুলতান যুদ্ধেক্ষেত্রে শহিদ হন। তাঁর ১২ জন ছেলেকে ব্রিটিশরা দক্ষিণ ভারতের ভেলোর শহরে বন্দি করেছিল। ১৮০৭ সালে তাঁদের ড্রোনের নিয়ে আসা হয়। টিপু সুলতানের সবচেয়ে ছোট ছেলে গোলাম মহম্মদ তখন ছিলেন শিশু। বাবার স্মরণে তিনি মধ্য কলকাতার এসপ্ল্যানেড অঞ্চলে ১৮৩২ সালে জমি তিনি টিপু সুলতান শাহি মসজিদ বানানো শুরু করেন। ১৮৪২ সালে নির্মাণ কাজ শেষ হয়। লোকমুখে মসজিদটির নাম হয় টিপু সুলতান মসজিদ। শাহি শব্দটি হারিয়ে যায়।

ধর্মতলা অঞ্চলের মসজিদটি নামাজের জন্য তৈরি হলেও, দ্বিতীয়টি কেবলমাত্র নামাজের জন্য তৈরি হয়নি। একই সঙ্গে একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনাও ছিল। একবিঘা পুকুরসহ পাঁচ বিঘা জমির উপর মসজিদটি অবস্থিত। পাঁচ বড় গম্বুজ, চারটি বড় মিনার ও ১৬টি ছোট মিনার দ্বারা মসজিদটি নির্মিত। ঈদের সময় মসজিদটিতে প্রায় ১০ হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন।

ভাষ্য পাঠ: মধুরিমা রায়
সম্পাদনা: মোঃ রবিউল ইসলাম
তথ্য গবেষণা: সৌভিক রাজ

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen