হবেনা শোভাযাত্রা, বিসর্জনের নয়া নির্দেশ কলকাতা পুলিশের

ন্যূনতম কয়েকটি গাড়ি করেই প্রতিমা ঘাটে নিয়ে যাওয়া যাবে। তবে সেই সময়ে প্রতিমার সঙ্গে কত জন যেতে পারবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

October 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা আবহের জন্য চলতি বছর দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রাও করা যাবে না বলে জানিয়ে দিয়েছে লালবাজার। পুলিশ সূত্রের খবর, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন পুজো কমিটিকেই এই নির্দেশ দেওয়া হয়েছে যে, বিসর্জনের আগে এলাকা পরিদর্শন না করিয়ে মণ্ডপ থেকে প্রতিমা সরাসরি গঙ্গা বা আশপাশের জলাশয়ের ঘাটে নিয়ে যেতে হবে। ন্যূনতম কয়েকটি গাড়ি করেই প্রতিমা ঘাটে নিয়ে যাওয়া যাবে। তবে সেই সময়ে প্রতিমার সঙ্গে কত জন যেতে পারবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গতকাল কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তা জানান, কোনও ভাবেই বিসর্জনের সময়ে একসঙ্গে বেশি লোক থাকতে দেওয়া হবে না। প্রতিমা নিরঞ্জনের জন্য কত জন সঙ্গে যেতে পারবেন তা পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া কোনও অতিরিক্ত গাড়ি নেওয়া যাবে না। মাইক বা ডিজে বাজিয়ে শোভাযাত্রার অনুমতিও দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, কলকাতা পুলিশ এলাকায় মোট বারোয়ারি পুজোর সংখ্যা আড়াই হাজার। বাড়ি এবং আবাসনের পুজো মিলিয়ে সেই সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি। প্রশাসনের তরফে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর, মোট চার দিন প্রতিমা বিসর্জনের দিন ধার্য করা হয়েছে। বিসর্জনের জন্য কলকাতা পুলিশ এলাকায় গঙ্গার ২৪টি ঘাট-সহ মোট ৭০টি ঘাট নির্দিষ্ট হয়েছে।

পুলিশ সূত্রের খবর, পুজোর অনুমতি দেওয়ার সময়েই পুজো কমিটিগুলির কাছে বিসর্জনের সম্ভাব্য দিন ও সময় জানতে চাওয়া হয়েছিল। সেই দিন ও সময় মেনেই যাতে পুজো কমিটিগুলি তাদের প্রতিমা বিসর্জন দেয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশের তরফে। ঘাটগুলিতে প্রতিমা বিসর্জনের  সময়ে পুজো কমিটির তরফে চার জনকে রাখার অনুমতি দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে তা এখনও চূড়ান্ত নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen