রাতে ভালো ঘুম হচ্ছে না, শুতে যাওয়ার আগে এই কাজগুলো করবেন না 

হজম ক্ষমতা ভালো রাখার জন্য অনেকেই খাওয়া-দাওয়ার পর চা বা কফি (Coffee) খেয়ে থাকেন। কিন্তু তো ঘুমের জন্য কখনোই উপাদেয় নয়।

November 22, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

অনেকেই বলে থাকেন আমার রাতে ভালো ঘুম হয় না। কেন তা ভেবে না পেয়ে অনেকেই ঘুমের ওষুধের (Sleeping Pill) আশ্রয় নিয়ে থাকেন। কিন্তু প্রাথমিক পর্যায় তা কখনই প্রয়োজন হয় না। আমরা নিজেরাই অনেক ভুল করে থাকি, যার জন্য ঘুমে ঘটে থাকে ব্যাঘাত। কী কী জানেন?

ঘুমোতে যাওয়ার আগে কখনই কোন মিন্ট বা ফ্লেভার মাজন দিয়ে দাঁত না মাজাই (Brush) ভালো। এতে সতেজ ভাব থাকায় ঘুম কেটে যায়।

হজম ক্ষমতা ভালো রাখার জন্য অনেকেই খাওয়া-দাওয়ার পর চা বা কফি (Coffee) খেয়ে থাকেন। কিন্তু তো ঘুমের জন্য কখনোই উপাদেয় নয়।

রাতে অনেকই তেল মসলাজাতীয় (Spicy) খাবার খেয়ে থাকেন। এটি শরীরের জটিলতা বাড়ে। গ্যাস হজমের সমস্যায় ঘুমে ব্যাঘাত ঘটে।

সেটি সব সময় অনেকেই আছেন যারা ফোন (Mobile) নিয়ে থাকেন। ফোনের মধ্যে থাকা ব্লুরে ঘুমের ব্যাঘাত ঘটায়। এই কারণেই মধ্য রাত অবধি অনেকের চোখে ঘুম আসে না। 

অনেকেই আছেন যাদের রাতে শুতে যাওয়ার আগে বই পড়া স্বভাব। এই গুণ ভালো কিন্তু যদি গল্পে কোন ইন্টারেস্টিং মোড় থাকে তবে তা রেখে অনেক শুতে পারেননা।

ঘুমোতে যাওয়ার আগে কখনোই ধূমপান (Smoking) করা উচিত নয়। ধূমপান করলে ঘুমে ব্যাঘাত ঘটে। এই সময় ধূমপানে এড়িয়ে চলুন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen